ডিম বিরিয়ানী বানানোর সহজ পদ্ধতি // আন্ডা বিরিয়ানী রেসিপি (Anda biriyani recipe in Bengali)

Tania Banerjee Das
Tania Banerjee Das @cook_26187037

#স্বাদের
বাড়িতে মাংস না থাকলে খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এগ বিরিয়ানী

ডিম বিরিয়ানী বানানোর সহজ পদ্ধতি // আন্ডা বিরিয়ানী রেসিপি (Anda biriyani recipe in Bengali)

#স্বাদের
বাড়িতে মাংস না থাকলে খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এগ বিরিয়ানী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪ জন
  1. ৪ টিডিম সেদ্ধ
  2. ২ টিআলু ৫০% সেদ্ধ করা
  3. ২৫০ গ্রামবাসমতি চাল
  4. ১ টাপেঁয়াজ বেরেস্তা করা
  5. ২ টিপেঁয়াজ বাটা
  6. ১.৫ চা চামচদেড় চামচ রসুন বাটা
  7. ১ চা চামচআদা বাটা
  8. ৩ টি কাঁচালঙ্কা বাটা
  9. ৩ চা চামচঘি
  10. প্রয়োজন অনুযায়ীগোটা গরম মসলা
  11. প্রয়োজন অনুযায়ীজায়ফল জয়িত্রী
  12. ১টি তেজপাতা
  13. স্বাদ মতোনুন
  14. ১ চা চামচচিনি
  15. ২ চা চামচকেওড়া জল
  16. ২চা চামচ হলুদ গুঁড়ো
  17. ২ চা চামচ লঙ্কার গুঁড়ো
  18. ২ চা চামচ গোলাপজল
  19. ২ চা চামচ জিরে গুঁড়ো
  20. পরিমাণ মতোসরষের তেল
  21. প্রয়োজন অনুযায়ীদুধের মধ্যে গোলা জফরান
  22. ১/৪ কাপটক দই
  23. ২ চা চামচবিরিয়ানী মশলা
  24. ২ ফোঁটামিঠা আতর

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    বাসমতি চাল ধুয়ে পরিমাণমতো জল দু'চামচ নুন তেজপাতা গোটা গরম মসলা দিয়ে ৯০% সেদ্ধ করে নিলাম। ডিম আলু সেদ্ধ করে রাখলাম। কড়াইতে তেল দুই দিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম।

  2. 2

    এবার আরো তেল 1 চামচ ঘি দিয়ে পেঁয়াজ,আদা-রসুন কাঁচালঙ্কা বাটা নুন হলুদ লঙ্কাগুঁড়ো জিড়ে গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। গোলাপ, কেওড়া,মিঠা আতর,বিরীয়ানী মশলা দিলাম।এরপরে ডিম আর আলু গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে।গ্যাস বন্ধ করে একটা লোহার চটুর ওপর যে ডেকচিতে বিরিয়ানী করব সেটা বসিয়ে দিলাম।

  3. 3

    এবার ডেকচির নিচে দু চামচ ঘি দিয়ে প্রথমে সাদা ভাত দিলাম তার উপরে ঘি ডিম কষা বেরেস্তা আর বিরীয়ানী মশলা দিলাম এইভাবে লেয়ার করে করে লাস্টে আরও এক চামচ ঘি আর বেরেস্তা ও দুধে গোলা জাফরান আর দিলাম কেওড়া জল আর গোলাপজল। ঢাকা দিয়ে একদম কম আচে ২০ মিনিটের জন্য রেখে দিলাম সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tania Banerjee Das
Tania Banerjee Das @cook_26187037

Similar Recipes