পোস্ত ছড়িয়ে আলু ভাজা(Posto choriye alu bhaja recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#চটজলদি রান্নার রেসিপি
#goldenapron3
মুসুর ডাল বা সেদ্ধ ডালের সাথে এই আলু ভাজার জুড়ি মেলা ভার।

পোস্ত ছড়িয়ে আলু ভাজা(Posto choriye alu bhaja recipe in Bengali)

#চটজলদি রান্নার রেসিপি
#goldenapron3
মুসুর ডাল বা সেদ্ধ ডালের সাথে এই আলু ভাজার জুড়ি মেলা ভার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২-৩মিনিট
২জনের
  1. ৩টেআলু
  2. ১ চিমটিহলুদ গুঁড়ো
  3. ১ চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  4. স্বাদ অনুযায়ীনুন
  5. ৩ পলারিফাইন্ড অয়েল
  6. ১ টেবিল চামচপোস্ত

রান্নার নির্দেশ সমূহ

২-৩মিনিট
  1. 1

    আলুগুলোর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা আঙুলের মতো সরু শেপে কেটে নিয়ে জলে চুবিয়ে দিতে হবে প্রথমে।সব কাটার পর সেই আলু ধুয়ে নিতে হবে পরিষ্কার জলে ভালো করে,দু-তিনবার জল পরিবর্তন করে।এরপর জল থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে জল ঝরতে দেওয়ার জন্য।

  2. 2

    গ্যাসে বসিয়ে দিতে হবে শুকনো কড়াই,দিতে হবে তেল।গ্যাসের ফ্লেম বাড়িয়ে তেল ভালো করে গরম করে নিতে হবে।এবারে পাওয়ার লো করে আলুগুলো ছেড়ে দিতে হবে সতর্ক হাতে।জল ছিটে হাত পুড়ে যাওয়ার চান্স থাকে এই সময়।সব আলু তেলে ছাড়ার পর খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে।

  3. 3

    এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা ভেজে নিতে হবে।দিতে হবে এই সময় নুন-হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে।তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে আলু।একটু পরেই মিশিয়ে দিতে হবে পোস্ত।এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের মধ্যে আলুটা পুরো ভাজা হয়ে যাবে।পোস্তর রঙ হবে হালকা লাল ও আলুর সাদা রঙের সঙ্গে মিশে এক সুন্দর রূপ ধারণ করবে এটা।নামানোর আগে দেখে নিতে হবে আলুর গায়ের জলটা শুকিয়ে গিয়ে সেদ্ধ হয়েছে কিনা!একটু মুচমুচেও হবে পোস্ত দেওয়ার ফলে।

  4. 4

    ব্যস.... হয়ে গেল তবে একেবারে মজার স্বাদের প্রিয় পোস্ত ছড়িয়ে আলু-ভাজা।খুব কম সময়ে ঘরে থাকা অল্প উপাদানেই তৈরি হয়ে যায় এটা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি

Similar Recipes