আলু ফুলকপি দিয়ে কৈ মাছের ঝোল(alu fulkopi diye koi machher jhol recipe in bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2

উৎসবে মাতোয়ারা বাঙালির দুপুরের পাতে যদি ভাতের সাথে আলু-ফুলকপি দিয়ে কৈ মাছের ঝোল থাকে তাহলে আর কিচ্ছুটির দরকার পড়ে না।অল্প পরিশ্রমেই তৃপ্তি করে খাওয়া সাঙ্গ হয় সেদিন।

আলু ফুলকপি দিয়ে কৈ মাছের ঝোল(alu fulkopi diye koi machher jhol recipe in bengali)

#ebook2

উৎসবে মাতোয়ারা বাঙালির দুপুরের পাতে যদি ভাতের সাথে আলু-ফুলকপি দিয়ে কৈ মাছের ঝোল থাকে তাহলে আর কিচ্ছুটির দরকার পড়ে না।অল্প পরিশ্রমেই তৃপ্তি করে খাওয়া সাঙ্গ হয় সেদিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩-৬জন
  1. ৫০০গ্রাম কৈ মাছ(৬টি)
  2. ১টি মাঝারি মাপের ফুলকপি
  3. ১টি বড় আলু
  4. ৪টি চেরা কাঁচালঙ্কা
  5. ১টি টমেটো কুচি
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. ১টি তেজপাতা দুফাঁক করে
  8. ১টেবিল চামচ করে আদা ও জিরে বাটা
  9. ১চা চামচ ধনে গুঁড়ো
  10. ১চা চামচ হলুদ গুঁড়ো(১/২+১/২)
  11. স্বাদ অনুযায়ী নুন
  12. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্য ব্যবহৃত হবে রিফাইন্ড অয়েল
  13. স্বাদমতোচিনি(কয়েক দানা)
  14. প্রয়োজন অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    কৈ মাছগুলো কেটে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিতে হবে ভালো করে।এরপর এগুলোকে নুন-হলুদ ও সর্ষের তেল ছড়িয়ে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    প্রয়োজনীয় সবজি গুলো কেটে নিতে হবে আগেই।

  3. 3

    পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে।কশকষে গরম তেলে মাছ ভেজে তুলতে হবে।নিজের পছন্দ অনুযায়ী ভাজাটা হবে।

  4. 4

    এবারে কড়া থেকে মাছ-ভাজার তেল প্রায় সবটা তুলে নেব রান্না হওয়ার মতো রেখে।জিরে-তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নেব আলু ফুলকপি সামান্য নুন ও হলুদ মিশিয়ে।তুলে রাখবো থালায়।

  5. 5

    আরেকটু তেল দেব কড়াই এ।গরম হতে হতে তৈরি করে নেব এক মশলার মিশ্রণ বাটিতে করে।জিরে-আদা বাটা, ধনে ও হলুদ গুঁড়োর সঙ্গে অল্প জল মিশিয়ে তৈরি হবে এই মশলা পেস্ট যা আমরা রান্নায় ব্যবহার করবো পরে।কড়াই এ গরম তেলে ছেড়ে দেব টমেটো কুচি।লো আঁচে একটু নুন দিয়ে গলিয়ে নেব টমেটো।কাঁচালঙ্কা দেব এরপর।

  6. 6

    মশলার পেস্ট দিয়ে রেঁধে নেব একটুক্ষণ।তারপর দেব ভেজে রাখা আলু-ফুলকপি।নুন দেব স্বাদ অনুযায়ী।সামান্য জল দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে আলু ফুলকপি সহ গোটা মশলা।সবজি সেদ্ধ হয়ে এলে ও ভালোমতো মশলা কষানো হয়ে গেলে ফাইনালি জল দিয়ে মাছগুলো ছেড়ে দেব এর মধ্যে।

  7. 7

    গ্যাসের পাওয়ার বাড়িয়ে ফুটতে দেব ঝোল।চিনি দেব এইসময়।বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোল সামান্য কমে এলে গ্যাস বন্ধ করে ঢেলে রাখবো একটা বড় পাত্রে।

  8. 8

    পরিবেশন করবো দুপুরে ভাতের সঙ্গে এই আলু-ফুলকপি দেওয়া কৈ মাছের ঝোল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes