আলু পটল পোস্ত (alu potol posto recipe in bengali)

Saswati Das
Saswati Das @cook_25726053

আলু পটল পোস্ত (alu potol posto recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 সারভিংস
  1. 6 টিপটল
  2. 3 টিআলু
  3. 1 টিপেঁয়াজ কুচানো
  4. 4-5 টিকাঁচালন্কা
  5. 2টেবিল চামচ পোস্ত বাটা
  6. 1 চা চামচহলুদ গুড়ো
  7. 1/2 চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  8. 1/4 চা চামচগরম মশলা গুড়ো
  9. 1/2 চা চামচরাঁধুনি
  10. প্রয়োজনমতো সর্ষে তেল
  11. স্বাদ মতোনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    আলু লম্বা করে চার ভাগ করে কেটে নিন। পটলের খোসা কুরিয়ে নিন। তারপর পটলের খোসা কিছুটা রেখে কিছুটা করে কেটে দুভাগ করে কেটে নিন।

  2. 2

    পোস্ত 3 টি কাঁচালন্কা দিয়ে বেটে নিন। বাকি কাঁচালন্কা চিরে রাখুন।

  3. 3

    কড়াতে তেল গরম করে প্রথমে নুন ও হলুদ গুড়ো কম আঁচে ভেজে তুলুন। এবার একই তেলে আলু একই ভাবে ভেজে তুলুন।

  4. 4

    একই কড়াতে প্রয়োজনে তেল দিয়ে গরম করে রাঁধুনি ফোড়ন দিন। পোস্ত বাটা হলুদ গুড়ো লন্কা গুড়ো দিয়ে কিছুক্ষন কষান। চেরা কাঁচালন্কা দিন। পোস্ত বেটে রাখা বাটিতে জল দিয়ে ধুয়ে জল কষানো মশলাতে দিয়ে ভেজে রাখা আলু পটল দিয়ে ঢাকা দিন।

  5. 5

    কিছুক্ষন পর ঢাকা তুলে চিনি ও প্রয়োজনে নুন দিন। নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saswati Das
Saswati Das @cook_25726053

Similar Recipes