সব সবজি দিয়ে ঝোল (sab sabji diye jhol recipe in bengali)

Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

#দৈনন্দিন রেসিপি

এটি সবধরনের সবজি এবং কম তেল ও মশলা দিয়ে তৈরি রেসিপি তাই এই রেসিপিটি স্বাস্থ্যকর ও খেতেও খুব সুস্বাদু। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে।

সব সবজি দিয়ে ঝোল (sab sabji diye jhol recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি

এটি সবধরনের সবজি এবং কম তেল ও মশলা দিয়ে তৈরি রেসিপি তাই এই রেসিপিটি স্বাস্থ্যকর ও খেতেও খুব সুস্বাদু। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১/২ টা পেঁপে
  2. ১/২ টা ক্যাপ্সিকাম
  3. ১/২ গাজর
  4. ১/২ টা টমেটো
  5. ১ টা আলু
  6. ২৫ গ্রাম বিন্স
  7. ১/২ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচতেল
  9. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  10. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  11. ১/২ চা চামচ হলুদ
  12. ২টি কাঁচা লঙ্কা
  13. ২টি তেজপাতা
  14. স্বাদ মতোনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে সব সবজি গুলো কেটে নিতে হবে।

  2. 2

    তারপর প্রেসার কুকারে সব সবজি ও জল দিয়ে ১ টা সিটি দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর একটা কড়াই চাপিয়ে তারমধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, আদাবাটা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে ভালো করে।

  4. 4

    এরপর টমেটো কুচি দিয়ে ভাজতে হবে এরপর জল সহ সমস্ত সেদ্ধ সবজি দিয়ে দিতে হবে।

  5. 5

    এরপর একটু নাড়াচাড়া করে তারমধ্যে হলুদ, জিরে গুঁড়ো ও নুন দিতে হবে এরপর একটু ফুটে গেলেই নামিয়ে নিতে হবে।

  6. 6

    ব্যাস সব সবজি দিয়ে ঝোল তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gopi ballov Dey
Gopi ballov Dey @mcook0244
Neamatpur

Similar Recipes