মাছের পাতলা ঝোল (macher patla jhol recipe in bengali)

Tania Saha
Tania Saha @cook_15866847
Calcutta

#দৈনন্দিন জীবনের রান্না | দৈনন্দিন জীবনে আমাদের অনেক জিনিস প্রয়োজন হয় কিন্তু সব সময় আমরা সেগুলো হাতের কাছে পাইনা /যা আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে হয়, আজকে রয়েছে সেই ধরণের একটি রান্না যেটা ভীষণ সাশ্রয়ী আর তেল মসলা কম হবার জন্য স্বাস্থ্যের পক্ষেও উপকারী |

মাছের পাতলা ঝোল (macher patla jhol recipe in bengali)

#দৈনন্দিন জীবনের রান্না | দৈনন্দিন জীবনে আমাদের অনেক জিনিস প্রয়োজন হয় কিন্তু সব সময় আমরা সেগুলো হাতের কাছে পাইনা /যা আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে হয়, আজকে রয়েছে সেই ধরণের একটি রান্না যেটা ভীষণ সাশ্রয়ী আর তেল মসলা কম হবার জন্য স্বাস্থ্যের পক্ষেও উপকারী |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
৫-৬জন
  1. ৬০০গ্রাম ওজনের পোনা মাছ
  2. ২টো মাঝারি মাপের আলু
  3. ৩০০গ্রাম পটল
  4. পরিমান মতোকয়েকটা বড়ি
  5. ৫-৬টা কাঁচালঙ্কা
  6. ১টা টমেটো
  7. ২চা চামচ হলুদের গুঁড়ো
  8. ১চা চামচ ধনের গুঁড়ো
  9. ১চা চামচ জিরের গুঁড়ো
  10. ১চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  11. ১/২চা চামচফোরনের জন্য পাঁচফোড়ন আর
  12. ২-৩টিশুকনো লঙ্কা
  13. স্বাদমতনুন
  14. প্রয়োজনমতোসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    মাছের টুকরো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে |

  2. 2

    আলু লম্বা ফালি করে কেটে নিতে হবে আর পটল গোল করে কেটে নিতে হবে |

  3. 3

    কড়ায় তেল গরম হলে বড়ি, মাছ আর সব্জি আলাদা, আলাদা করে ভেজে তুলে নিতে হবে |

  4. 4

    এবার ওই তেলর মধ্যেই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে ভাজতে হবে |

  5. 5

    টমেটো একটু নরম হলে তারপর ওর মধ্যে সব্জি গুলো দিয়ে একটু নেড়ে নিয়ে জিরে ধনে ও লঙ্কা হলুদের গুড়ো সামান্য জলে গুলে ঢেলে দিতে হবে |

  6. 6

    একটু নেড়ে প্রয়োজন মতো জল আর স্বাদমত নুন দিয়ে ফুটতে দিতে হবে |২-৩মিনিট ফোটার পরে মাছ আর বড়ি দিয়ে দিতে হবে ঝোলের মধ্যে |

  7. 7

    ঢাকা দিয়ে ৫মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষন স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মাছের পাতলা ঝোল |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tania Saha
Tania Saha @cook_15866847
Calcutta
ভালোবাসি রান্না করতেআর ফুডফোটোগ্রাফি করতে
আরও পড়ুন

Similar Recipes