চুনো মাছের চচ্চড়ি(chuno maacher chochori recipe in Bengali)

Papiya Dutta
Papiya Dutta @cook_16749292

#দৈনন্দিন রেসিপি
#ebook2
ছোট মাছ চোখের জন্য খুব উপকারী। আর খুব সহজেই রান্না টা হয়ে যায়, তার সাথে সবজি। পুষ্টিকর ও স্বাদে অতুলনীয়।

চুনো মাছের চচ্চড়ি(chuno maacher chochori recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
#ebook2
ছোট মাছ চোখের জন্য খুব উপকারী। আর খুব সহজেই রান্না টা হয়ে যায়, তার সাথে সবজি। পুষ্টিকর ও স্বাদে অতুলনীয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
5জন
  1. 200 গ্রামচুনো মাছ(ছোট মাছ)
  2. 100 গ্রামবেগুন
  3. 100 গ্রামমুখিকচু
  4. 1 কাপপেঁয়াজ কুচি
  5. 4-5 টালঙ্কা
  6. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  7. স্বাদ মতোনুন,
  8. পরিমান মতোধনেপাতা
  9. 4টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    বেগুন, মুখীকচু কে সরু লম্বা করে কেটে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।

  2. 2

    মাছ কে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। ওই তেলে কালজিরে ফোরণ দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে সবজি, নুন, হলুদ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে আস্তে আস্তে ভাজতে হবে । সবজি ভাজতে সেদ্ধ হয়ে যাবে ।

  3. 3

    সেদ্ধ হলে ভাজা মাছ আর ধনেপাতা কুচি দিয়ে একটু ঢেকে মাছ টা নরম হলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Dutta
Papiya Dutta @cook_16749292

Similar Recipes