পাঞ্জাবি কারি পকোড়া (Punjabi kadhi pakoda recipe in BengalI)

Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

#GA4
#week1
প্রথম সপ্তাহের ধাঁধা থেকে আমি Punjabi ও yoghurt এই দুটি শব্দ বেছে নিয়েছি। তাই আমি বানিয়েছি পাঞ্জাবি কারি যা প্রধানত বেসন ও দৈ দিয়ে তৈরি হয়। এটি গুজরাটি পদ্ধতিতেও করা যায় কিন্তু পাঞ্জাবি পদ্ধতিটা একটু অন্যরকম।

পাঞ্জাবি কারি পকোড়া (Punjabi kadhi pakoda recipe in BengalI)

#GA4
#week1
প্রথম সপ্তাহের ধাঁধা থেকে আমি Punjabi ও yoghurt এই দুটি শব্দ বেছে নিয়েছি। তাই আমি বানিয়েছি পাঞ্জাবি কারি যা প্রধানত বেসন ও দৈ দিয়ে তৈরি হয়। এটি গুজরাটি পদ্ধতিতেও করা যায় কিন্তু পাঞ্জাবি পদ্ধতিটা একটু অন্যরকম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
৬ জন
  1. ১/২ কাপ বা ৫৫ গ্রাম বেসন
  2. ১.৫ কাপ /১১০ গ্রাম দই
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ১ চা চামচ রসুন বাটা
  5. ১/২ চা চামচ মেথি দানা
  6. ১/২ চা চামচ জিরে
  7. ২ টেবিল চামচ সর্ষে তেল
  8. ১ চা চামচ ধনে গুঁড়া
  9. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ৬ কাপ জল
  12. পকোড়া
  13. ১ কাপ বা ১১০ গ্রাম বেসন
  14. ১ টি পেঁয়াজ কুচি
  15. স্বাদমতকাঁচা লঙ্কা কুচি বা বাটা
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  18. ১ চা চামচ ধনে
  19. ১/২ চা চামচ জোয়ান
  20. স্বাদ অনুযায়ী নুন
  21. ১/৪ চা চামচ বেকিং সোডা
  22. ২ টেবিল চামচ দই
  23. ১/২ কাপ জল
  24. পরিমাণমতো তেল
  25. তড়কা
  26. ১ চা চামচ ঘি
  27. ১/২ চা চামচ জিরে
  28. ১/২ চা চামচ জোয়ান
  29. ১ চিমটে হিং
  30. ১-২ টি শুকনো লংকা
  31. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে বেসন ও দই একসঙ্গে ভালো করে ফেটাতে হবে।

  2. 2

    এরপর এতে ধনে গুরো, হলুদ, লঙ্কা গুঁড়ো মেশাতে হবে।

  3. 3

    এবার ৫ কাপ জল মিশিয়ে রেখে দিতে হবে।

  4. 4

    কড়াইতে সরষে তেল গরম করে মেথি ও জিরে ফোটন দিয়ে আদা ও রসুন বাটা দিতে হবে।

  5. 5

    তারপর বেসন ও দৈ এর মিশ্রণ টা ঢেলে দিতে হবে। এটি ৩০ মিনিট প্রথমে আঁচ বাড়িয়ে পরে কমিয়ে ফোটাতে হবে। কারি যদি বেশি ঘন হয় এ যায় আরো ১ কাপ জল দিতে হবে।

  6. 6

    কারি ফোট বার সময় পকোড়া ভাজতে হবে।

  7. 7

    জল ও বেকিং সোডা ছাড়া পাকোরার সব উপকরণ ভালো করে মিশিয়ে একটু একটু করে জল দিয়ে ঘন ব্যাটের বানাতে হবে, সব শেষে বেকিং সোডা দিতে হবে।

  8. 8

    এবার কড়াইতে একটু বেশি তেল গরম করে ছোটো ছোট পকোড়া ভাজতে হবে।

  9. 9

    এবার ৩০ মিনিট পর কারি ফুটে গেলে নুন ও টাদকা দিতে হবে।

  10. 10

    অন্য একটি কড়াইতে ঘি গরম করে জিরে, জোয়ান, হিং, শুকনো লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা গুরো ফোড়ন দিয়ে সেটি ফুটন্ত কারি তে ঢেলে দিতে হবে।

  11. 11

    ৫ মিনিট পর ভাজা পকোড়া গুলো দিতে হবে ও ২ মিনিট পর নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Bagchi
Moumita Bagchi @cook_24595492

Similar Recipes