লাউ দিয়ে মুসুর ডাল (Lau diye musur dal recipe in Bengali)

Sampa Nath
Sampa Nath @SR93

#দৈনন্দিন রেসিপি
আমাদের বাড়িতে সাধারণত প্রতিদিনই এই ভাবে ডাল রান্না করি। সবজি টা শুধু পাল্টিয়ে যায়। কখনো পেঁপে বা মুলো দিয়ে ও হয়।

লাউ দিয়ে মুসুর ডাল (Lau diye musur dal recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি
আমাদের বাড়িতে সাধারণত প্রতিদিনই এই ভাবে ডাল রান্না করি। সবজি টা শুধু পাল্টিয়ে যায়। কখনো পেঁপে বা মুলো দিয়ে ও হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১বাটি মুসুর ডাল (ছোট বাটি)
  2. ১০-১২টাছোট টুকরো করে কাটা লাউ
  3. ১টা টমেটো
  4. ৩কোয়া রসুন
  5. ১টা ছোট টুকরো আদা
  6. ২টো কাঁচা লঙ্কা
  7. ১টা স্টিক ধনেপাতা
  8. ১ কোয়া পাতিলেবু
  9. ১/২চা চামচ চিনি
  10. স্বাদ মতন লবণ
  11. ১চা চামচ সরষের তেল
  12. ১/২ চা চামচ হলুদ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    লাউ ছোট টুকরো করে কেটে নিতে হবে। টমেটো ছোট টুকরো করে কেটে নিতে হবে। আদা ও রসুন কুচি করে কেটে নিতে হবে।ডাল ধুয়ে রাখতে হবে।

  2. 2

    এবার প্রেশার কুকারে আন্দাজ মতো জল দিয়ে ওর মধ্যে চিনি ও লেবুর রস বাদে আর সব কিছু একসাথে দিয়ে ঢাকনা দিয়ে, গ্যাস অন করে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।

  3. 3

    ১০মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে ওর মধ্যে ডালের ঘনত্ব অনুযায়ী পরিমান মত জল দিয়ে চিনি ও লেবুর রস মিশিয়ে ৪-৫ মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Nath

Similar Recipes