লাচ্ছা পরোটা(Lachha paratha in Bebgali recipe)

Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

#GA4
#week1

এই প্রতিযোগিতার প্রথম সপ্তাহ থেকে আমি পরোটা আর দই নিয়ে আমার রেসিপি তৈরী করেছি।আমি লাচ্ছা পরোটা আর রায়তা করেছি।

লাচ্ছা পরোটা(Lachha paratha in Bebgali recipe)

#GA4
#week1

এই প্রতিযোগিতার প্রথম সপ্তাহ থেকে আমি পরোটা আর দই নিয়ে আমার রেসিপি তৈরী করেছি।আমি লাচ্ছা পরোটা আর রায়তা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘন্টা
তিন জন
  1. 3 কাপময়দা
  2. 1/2 কাপসাদা তেল
  3. স্বাদমতোনুন,চিনি
  4. প্রয়োজন মতোজল (ডো তৈরী করতে যতটা প্রয়োজন)

রান্নার নির্দেশ সমূহ

এক ঘন্টা
  1. 1

    আড়াই কাপের একটু বেশী ময়দা(কিছুটা ময়দা পরোটা বেলতে লাগবে বলে রেখে দিয়েছি)নিয়েছি।নুন,চিনি,তিন চামচ তেল দিয়ে ময়ান দিয়ে জল দিয়ে মেখে নরম ডো বানিয়ে ৩০/৪০ মিনিট ঢেকে রেখে আবার মেখে নিয়েছি।

  2. 2

    এবার ডো থেকে একটু বড়ো(রুটির দ্বিগুন সাইজ) লেচি কেটে ময়দা ছড়িয়ে রুটি বেলে ওপরে তেল ব্রাশ করে ময়দার গুঁড়ো ছড়িয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি।

  3. 3

    এবার কাটা সাইডের একদিক ধরে আস্তে আস্তে পুরোটা মুড়িয়ে কোনের মতো শেপ করে হাতের তালুর সাহায্যে চেপে গোল মতো করে মিনিট দশেক রেখেছি

  4. 4

    এবার একটা করে গোল্লা নিয়ে রুটির থেকে একটু মোটা করে বেলে নিয়েছি

  5. 5

    এবার শুকনো প্যানে পরোটা দিয়ে হালকা আঁচে এপিঠ ওপিঠ সেঁকে তেল ব্রাশ করে খুন্তি দিয়ে চেপে চেপে লাচ্ছা পরোটা তৈরী করে নিয়েছি।

  6. 6

    আমি পেঁয়াজ,আচার আর রায়তা র সঙ্গে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

Similar Recipes