পাঞ্জাবি লাচ্ছা আলু পরোটা (punjabi laccha alu paratha recipe in bengali)

Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal

#GA4
#Week1
week1 এর ধাঁধা থেকে পাঞ্জাবি, পরোটা, আলু আর দই নিলাম। রেসিপি টি পাঞ্জাবি, আইটেম টা পরোটা আর উপকরণ এ আছে আলু ,দই।
এটা পাঞ্জাব এর খুব জনপ্রিয় ব্রেকফাস্ট আইটেম।

পাঞ্জাবি লাচ্ছা আলু পরোটা (punjabi laccha alu paratha recipe in bengali)

#GA4
#Week1
week1 এর ধাঁধা থেকে পাঞ্জাবি, পরোটা, আলু আর দই নিলাম। রেসিপি টি পাঞ্জাবি, আইটেম টা পরোটা আর উপকরণ এ আছে আলু ,দই।
এটা পাঞ্জাব এর খুব জনপ্রিয় ব্রেকফাস্ট আইটেম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
  1. ১ +১/২ কাপ আটা
  2. ১+১/২ কাপ ময়দা
  3. ২ টেবিল চামচ টক দই
  4. ১/২ চা চামচ লবণ
  5. ২ চা চামচ চিনি
  6. ১ টেবিল চামচ সাদা তেল/ঘি ময়ান এর জন্য
  7. পুরের জন্য
  8. ৪ টে মাঝারি সাইজের সেদ্ধ আলু
  9. ১টি বড় সাইজের পেঁয়াজ কুচি
  10. ১ চা চামচ আদা বাটা
  11. ১ চা চামচ রসুন বাটা
  12. ১ টা ছোট টমেটো কুচি
  13. ১ চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  14. ১ চা চামচ গোটা সরষে
  15. ১/২ চা চামচ আমচুর পাওডার
  16. ১ চা চামচ ভাজা মসলা (১ চা চামচ জিরা,২ টো এলাচ,৪টে লবঙ্গ,১ ইন্চি দারুচিনি সুকনো খোলায় ভাজে গুঁড়ো করা)
  17. ১ টেবিল চামচ কসুরিমেথি
  18. ১/৪ কাপ ধনেপাতা কুচি
  19. স্বাদমতোলবণ
  20. ১ টেবিল চামচ তেল
  21. ভাজা র জন্য
  22. পরিমাণ মতসাদা তেল/ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    আটা, ময়দা একসঙ্গে মিশিয়ে লবণ, চিনি, টক দই আর সাদা তেল দিয়ে ময়ান দেব। তার পর কুসুম গরম জল দিয়ে নরম করে মেখে নেব। আর ঢাকা দিয়ে রেখে দেব ১৫ মিনিট।

  2. 2

    পুরের জন্য আলু সেদ্ধ করে আমচুর পাওডার আর লবণ দিয়ে মেখে নেব

  3. 3

    কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে গোটা সরর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভেজে নেব।

  4. 4

    এবার মাখা আলু টা দিয়ে একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব কসুরিমেথি, ভাজা মসলা। এবার ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে রাখব।

  5. 5

    আটা ময়দা মাখা টা আবার একবার ভালো করে মেখে নেব। তার পর বড় সাইজের লেচি কেটে রুটি র মতো বেলে নেব।

  6. 6

    এবার আলু র পুরটা নিয়ে নেব আর পুরো রুটি টা তে ছড়িয়ে দেব। তার পর এক সাইড থেকে রোল করা সুরু করব।

  7. 7

    পুরো টা রোল করার পর একটু তেল ব্রাশ করে নেব গোটা টা তে। এবার এটাকে ছানার জিলাপি র মতো গোল করে একটা লেচি বানিয়ে নেব।

  8. 8

    শেষের অংশ টা একটু পেঁচিয়ে নিয়ে মাঝখানে আটকে দেব।

  9. 9

    এবার আটা মাখিয়ে হাত দিয়ে বড় করে পরোটা বানিয়ে নেব।

  10. 10

    এবার একটা চাটু গরম করে পরোটার দুই পিঠ সেঁকে নেব। তার পর তেল দিয়ে দুই পিঠ লাল করে ভেজে নেব।

  11. 11

    পরিবেশন করার সময় হাত দিয়ে পরোটার দুই সাইড ধরে হাল্কা করে চেপে দিতে হবে, তাহলে লেয়ার গুলো সুন্দর ভাবে খুলে যাবে। সামান্য বাটার মাখিয়ে রায়তা বা আচার দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pampa Mondal
Pampa Mondal @Pampa_JanaModal
cooking is my passion...
আরও পড়ুন

Similar Recipes