ছানার ডালনা (chanar dalna recipe in bengali)

Madhurima Chakraborty
Madhurima Chakraborty @madhukitchenworld
অস্ট্রেলিয়া

বারিতে দুধ কেটে গেছিল সেটা দিয়ে কাজে লাগানো।

ছানার ডালনা (chanar dalna recipe in bengali)

বারিতে দুধ কেটে গেছিল সেটা দিয়ে কাজে লাগানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ১/২ কাপ ছানা
  2. ১ টা আলু
  3. ১ টা টমেটো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ গোটা গরম মশলা
  6. ১ চা চামচ নুন
  7. ১চা চামচ চিনি
  8. ১ চা চামচ হলুদ
  9. ২ চা চামচজিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. ১ চা চামচ গরম মশলার গুঁড়ো
  13. ১ চা চামচ ময়দা
  14. ১চা চামচ কর্নফ্লাওয়ার
  15. ১ চা চামচ১ চামচ জিরে,ও
  16. ১ টিতেজপাতা
  17. ১ টিশুকনোলঙ্কা
  18. ১/২ চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে মশলা বেটে নিতে হবে (টমেটো,আদা,গোটা গরম মশলা,ও লঙ্কা),ছানাতে ময়দা,কর্নফ্লাওয়ার,হলুদ,লঙ্কারগুরো,জিরের গুরো,ধনের গুরো,চিনি ও নুন দিয়ে মেখে নিতে হবে,তারপর টিকিয়ার মতোন বানাতে হবে।

  2. 2

    প্রথমে আলু নুন,হলুদ দিয়ে ভেজে তাতে ছানার বরা গুলোকে ভাজতে হবে।ভাজা হলে তেলে জিরে,তেজপাতা,শুকনোলঙ্কা ভেজে তাতে বাটা মশলা ও গুরো মশলা সব দিয়ে কষাতেহবে।

  3. 3

    কষানো হলে তাতে গরম জল দিয়ে ফুটিয়ে তাতে ভাজা আলু ও ছানার বরা গুলো দিয়ে ফুটিয়ে নামাতে হবে,ঘি ছরিয়ে।গরম ভাতে ভাল লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhurima Chakraborty
Madhurima Chakraborty @madhukitchenworld
অস্ট্রেলিয়া
আমি একজন খুবই সাধারন নারী যে থাকে স্বামীর কাজের সূত্রে মেলবোর্ন শহরে।যার কাছে শুধু রান্না ছারা আর কোনো তলোয়ার নেই, এই অসাধারন জীবনযাত্রায় যুদ্ধে লরাই করার জন্য।এই লরাই তে যে আমি সব জিতেছি তা নয়,তবে বেশির ভাগ সময় প্রশংসা পেয়েছি।তারপর এই কুকপ্যাডের সঙ্গে জরিত হয়েছি,প্রতে্যক সপ্তাহে নতুন নতুন থিমে রান্না করে,আরো উৎসাহ দেওয়ার জন্য আমি খুবই গর্বিত যে আমি এই পরিবারের সদস্য।
আরও পড়ুন

Similar Recipes