শাহী টুকরা (shahi tukra recipe in Bengali)

Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj

#দুধ #Raiganjfoodies
শাহী টুকরা এটা একটি পাঞ্জাবি মিষ্টির রেসিপি।এটি খেতেও খুব সুস্বাদু হয়।

শাহী টুকরা (shahi tukra recipe in Bengali)

#দুধ #Raiganjfoodies
শাহী টুকরা এটা একটি পাঞ্জাবি মিষ্টির রেসিপি।এটি খেতেও খুব সুস্বাদু হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘনটা
৪জন
  1. পরিমান মতোঘি/সাদা তেল
  2. 10-12 স্লাইসপাউরুটি
  3. 1/2 লিটার দুধ
  4. 2 কাপ চিনি
  5. 2 কাপ পাউডার দুধ
  6. 1 টা লেবু
  7. পরিমান মতোকেশর
  8. প্রয়োজন অনুযায়ীকাজু
  9. পরিমাণ মতোপেস্তা
  10. প্রয়োজন অনুযায়ীকিসমিস
  11. 1চা চামচকেওড়া জল বা গোলাপ জল
  12. 2 টো এলাচ
  13. 1 চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

১ঘনটা
  1. 1

    প্রথমে পাউরুটি গুলোকে ২ টো ভাগে কেটে নিতে হবে।

  2. 2

    কড়াইয়ে ঘি বা সাদাতেল দিয়ে পাউরুটিগুলো হাল্কা বাদামী করে ভেজে নিতে হবে অল্প অাচেঁ।

  3. 3

    এবার অন্য পাএে ২কাপ চিনি ২কাপ জল অার এলাচ দিয়ে একটা সিরা বানাতে হবে সিরাটা চিপ চিপে হলে তাতে লেবুর রস দিতে হবে তাহলে চিনির নোংরাটা কেটে যাবে।অার নামানোর অাগে তাতে গোলাপ জল বা কেওরা জল দিতে হবে।

  4. 4

    একটি অন্য পাএে দুধ জাল করতে দিয়ে তাতে অল্প অল্প করে পাউডার দুধ দিয়ে নাড়াতে হবে যাতে পাউডার দুধ গুটি ধরে না যায়।

  5. 5

    এবার কর্ণফ্লাওয়ার টা অল্প অল্প করে দিয়ে গাঢ় করতে হবে দুধটা।গাঢ় হলে দুধটা নামিয়ে নিতে হবে।

  6. 6

    একটা চৌকোনা পাএে পাউরুটিগুলো সাজিয়ে তার ওপর সিরাটা দিতে হবে,পাউরুটি টা সিরা ভিজলে এর ওপর দুধটা দিতে হবে।

  7. 7

    শেষে কাজু,কিসমিস,টুটিফুটি পেস্তা,কেশর দিয়ে সাজাতে হবে তাহলে তৈরী "শাহী টুকরা" পরিবেশনের জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dipika Saha
Dipika Saha @cook_26372960
Raiganj
রান্না করতে ভালোবাসি💖 আর নতুন নতুন রান্না করে খাওয়াতের খুব ভালোবাসি 😊.
আরও পড়ুন

Similar Recipes