শাহী টুকরা (shahi tukra recipe in Bengali)

Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

#খুশিরঈদ
শাহী টুকরা" নামের মধ্যে যেমন শাহী কথাটি আছে খেতেও কিন্তু সেই রকমই শাহী ব্যাপার। জাকারিয়া স্ট্রীটের 'তাসকিন', চাঁদনীর সাবির' বা বড়বাজারের 'রয়ালে' যারা শাহী টুকরা খেয়েছেন সে স্বাদ ভুলবার নয়। দু'বছর আগে ঈদের সময় জাকারিয়া স্ট্রিট গেছিলাম, ঈদের সময় কত রকম খাবারে সেজে ওঠে। প্রথমবার যখন খেয়েছি তখন খেয়ে বুঝতেই পারিনি এই সুস্বাদু জিনিসটি পাউরুটি থেকে তৈরি। বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই শাহী খাবারটি। তাই ঈদ উপলক্ষে সবার জন্য নিয়ে এলাম শাহী টুকরা।

শাহী টুকরা (shahi tukra recipe in Bengali)

#খুশিরঈদ
শাহী টুকরা" নামের মধ্যে যেমন শাহী কথাটি আছে খেতেও কিন্তু সেই রকমই শাহী ব্যাপার। জাকারিয়া স্ট্রীটের 'তাসকিন', চাঁদনীর সাবির' বা বড়বাজারের 'রয়ালে' যারা শাহী টুকরা খেয়েছেন সে স্বাদ ভুলবার নয়। দু'বছর আগে ঈদের সময় জাকারিয়া স্ট্রিট গেছিলাম, ঈদের সময় কত রকম খাবারে সেজে ওঠে। প্রথমবার যখন খেয়েছি তখন খেয়ে বুঝতেই পারিনি এই সুস্বাদু জিনিসটি পাউরুটি থেকে তৈরি। বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই শাহী খাবারটি। তাই ঈদ উপলক্ষে সবার জন্য নিয়ে এলাম শাহী টুকরা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

সব মিলিয়ে ৪০ মিনিট
পাঁচ থেকে ছয় জন
  1. 5-6 স্লাইস পাউরুটি পাঁচ থেকে ছয় পিস
  2. 1/2 লিটার তরল দুধ বা গুঁড়ো দুধ জলে গুলে নিতে হবে
  3. 1 কাপ মিল্ক মেইড
  4. 1/2 কাপ চিনি
  5. 3-4 টেবিল চামচ ঘি বা সাদা তেল
  6. 2-3টি এলাচ
  7. 1/2 চা চামচ এলাচ গুঁড়ো
  8. 1/2 কাপ ঈষৎ উষ্ণ দুধে ভেজানো অল্প পরিমাণ জাফরান
  9. প্রয়োজন অনুযায়ী পেস্তা বাদাম কুচি
  10. 1চা চামচ কেওড়া জল

রান্নার নির্দেশ সমূহ

সব মিলিয়ে ৪০ মিনিট
  1. 1

    পাউরুটি প্রস্তুতি:

    ১) প্রথমে পাউরুটির চারিদিকের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে হবে। এরপর কোনাকুনি মাঝখান থেকে কেটে দুই খণ্ড করতে হবে, ত্রিকোণাকৃতি হবে আপনারা চাইলে অন্য আকার দিতে পারেন।

  2. 2

    ২) প্যানে অল্প পরিমাণ ঘি বা সাদা তেল দিয়ে পাউরুটি গুলোকে টস করে নিতে হবে।
    আপনারা চাইলে ডুবো তেলে বা ঘিতে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে তেল বা ঘি এর পরিমান খুব বেশি হয়ে যায়।

  3. 3

    চিনির সিরা প্রস্তুতি -
    ১) হাফ কাপ জলে হাফ কাপ চিনি মিশিয়ে খুব অল্প জাল করতে হবে। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করলেই হবে।

  4. 4

    ২) এইবার গরম শিরার মধ্যে ভাজা পাউরুটি গুলোকে জাস্ট এপিঠ-ওপিঠ ডুবিয়েই তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবেনা তাহলে নরম হয়ে যাবে।

  5. 5

    ক্ষীর প্রস্তুতি -
    ১) হাফ লিটার তরল দুধ বা হাফ লিটার জলে গুঁড়ো দুধ গুলে সেটা জ্বাল দিয়ে ঘন করতে হবে। এবার তার মধ্যে দিয়ে দেব অল্প গরম জলে গোলা জাফরান। তার মধ্যে দেব ১ কাপ মিল্ক মেড। এখানে আমি মিষ্টির জন্য শুধুমাত্র মিল্ক মেড ব্যবহার করেছি। আপনারা চাইলে সঙ্গে চিনি ব্যবহার করতে পারেন।

  6. 6

    ২)এবার অল্প তেলে করে ভেজে নেওয়া পেস্তা বাদাম কুচি এই দুধের মধ্যে দিয়ে দেব। এবার দেব এলাচ গুঁড়ো এবং এক চামচ কেশর জল। খুব বেশি গাঢ় করা যাবে না কারণ ঠাণ্ডা হলে এটি আরও গাঢ় হয়ে যায়।

  7. 7

    এবার একদম অন্তিম পর্ব। প্লেটের মধ্যে চিনির সিরায় ডোবানো পাউরুটি গুলোকে সুন্দর করে সাজিয়ে উপর থেকে দিয়ে দেবো দুধের ক্ষীর।ব্যাস শাহী টুকরা একদম রেডি সার্ভ করার জন্য।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Arpita Debnath
Arpita Debnath @cook_29162496

মন্তব্যগুলি

Similar Recipes