এগ চিকেন নুডলস(Egg chicken noodles recipe in Bengali)

Suparna Datta
Suparna Datta @18cook_25865338
Hooghly

#GA4
#week2
নুডলস ছোট থেকে বড় সবারই প্রিয়।আমার খুব প্রিয়।

এগ চিকেন নুডলস(Egg chicken noodles recipe in Bengali)

#GA4
#week2
নুডলস ছোট থেকে বড় সবারই প্রিয়।আমার খুব প্রিয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45মিনিট
6জনের জন্য
  1. 3 প্যাকেটনুডলস
  2. 300 গ্রামচিকেন ছোট পিস করা
  3. 3 টেডিম
  4. 1 টাগাজর
  5. 2 টোআলু
  6. 100 গ্রামবিনস
  7. 4 টেকাঁচালঙ্কা
  8. 6 টাপেঁয়াজ
  9. 1 চা চামচগুলমরিচ গুঁড়ো
  10. স্বাদমতোনুন
  11. 1চা চামচ +1চা চামচ +1চা চামচটমেটো সস,সোয়া সস,চিলি সস
  12. পরিমান মতোসাদা তেল
  13. 1/2 চা চামচআদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

45মিনিট
  1. 1

    প্রথমে নুডুলস গুলো গরম জল করে হাফ সেদ্ধ করে নিলাম।সবজিগুলো কেটে নিলাম ছোট ছোট করে।

  2. 2

    এরপর কড়াই গ্যাসে চাপিয়ে গরম হয়ে এলে তাতে সাদা তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজকুচি,সামান্য আদা বাটা দিয়ে 3মিনিট ভেজে নিলাম।

  3. 3

    তারপর তাতে আলু দিয়ে একটু ভেজে বিনস,গাজর দিয়ে হাল্কা ভেজে নিলাম।

  4. 4

    তারপর তাতে চিকেন পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব।

  5. 5

    ভাজা হয়ে এলে ডিম দিয়ে ভাজতে হবে।

  6. 6

    এরপর নুডলস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এতে একে একে শিব সস দিয়ে ভালো করে নাড়তে হবে।যাতে কড়াই এ লেগে না যায়।

  7. 7

    ব্যাস রেডি এগ,চিকেন নুডলস।দারুন টেস্টি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Datta
Suparna Datta @18cook_25865338
Hooghly
আমি রান্না করতে খেতে ও খাওয়াতে খুব ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes