টমেটো চিজ ওমলেট(tomato cheese omelette recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#GA4
#week2
ওমলেট খেতে আমরা সকলেই ভালোবাসি। আর এই ওমলেট যদিএকটু ভিন্ন স্বাদের হয় তা তো কথাই হয় না। আর তার ওপর যদি ওমলেটে প্রচুর পরিমাণে চিজ দেওয়া থাকে তারাতো বাচ্চাদের এটা খুবই ফেভারিট।

টমেটো চিজ ওমলেট(tomato cheese omelette recipe in Bengali)

#GA4
#week2
ওমলেট খেতে আমরা সকলেই ভালোবাসি। আর এই ওমলেট যদিএকটু ভিন্ন স্বাদের হয় তা তো কথাই হয় না। আর তার ওপর যদি ওমলেটে প্রচুর পরিমাণে চিজ দেওয়া থাকে তারাতো বাচ্চাদের এটা খুবই ফেভারিট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
২জন
  1. ২চা চামচ বাটার
  2. ২টি টমেটো
  3. ১চা চামচ ক্যাপ্সিকাম কুচি
  4. ৩কোয়া রসুন কুচি
  5. ১চা চামচ ধনেপাতা কুচি
  6. ৩চা চামচ চীজ
  7. ১/২চা চামচ চিলি ফ্লেক্স
  8. স্বাদমতো নুন
  9. ১/২চা চামচ গোলমরিচের গুঁড়ো
  10. ২টি ডিম

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে টমেটোগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে।

  2. 2

    এবার একটা প্যানে বাটার গরম করে ওর মধ্যে টমেটোগুলো কে বসিয়ে দিতে হবে।

  3. 3

    ১ পাসটাএকটু ফ্রাই হলে টমেটো গুলোকে একবার উল্টে দিতে হবে।

  4. 4

    এবার ডিমগুলোকে একটা নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  5. 5

    এবার টমেটো গুলো র উপরে ডিমের মিশ্রণ ঢেলে দিতে হবে।

  6. 6

    এবার ওপর থেকে ক্যাপ্সিকাম কুচি রসুন কুচি ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    এবার একটু ঢাকা দিয়ে ওটা হতে দিতে হবে।

  8. 8

    এবার ওর উপরের চিজ চিলি ফ্লেক্স আর ধনেপাতা ছড়িয়ে ৫ মিনিট ঢেকে লো ফ্লেম এ চিজটা মেলট হতে দিতে হবে।

  9. 9

    ৫ মিনিট পর খুলে দেখে নিতে হবে চিজ মেল্ট হয়েছে নাকি।

  10. 10

    সব হয়ে গেলে একটা পিজা কাটার দিয়ে কেটে গরম গরম পরিবেশন করতে হবে টমেটো চিজ ওমলেট।

  11. 11

    সকালের জলখাবার কিংবা রাতের খাবার যেকোনো কিছুতেই এটা খাওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes