আলু পটলের ডালনা(Alu patol er dalna recipe in bengali)

Priyanka Dutta
Priyanka Dutta @cook_24610957

#ebook2
#জন্মাষ্টমী রথযাএা
যে কোনো অন্ন ভোগ যখন আমরা পূজোয় দিই তখন সেই ভোগে আলু পটলের ডালনা দেওয়া হয়।

আলু পটলের ডালনা(Alu patol er dalna recipe in bengali)

#ebook2
#জন্মাষ্টমী রথযাএা
যে কোনো অন্ন ভোগ যখন আমরা পূজোয় দিই তখন সেই ভোগে আলু পটলের ডালনা দেওয়া হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
  1. ২৫০ গ্ৰাম পটল
  2. ৪ টে আলু
  3. ১/৪ চা চামচ জিরে
  4. ১ চা চামচ জিরে বাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ টা তেজ পাতা
  7. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ২ চা চামচ লঙ্কা গুঁড়ো(স্বাদ মতো কম বেশি করা যাবে)
  9. স্বাদমতোনুন
  10. ১ চা চামচ গরম মশলা
  11. ২ চা চামচ ঘি
  12. পরিমাণ অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    পটল আলু আলাদা আলাদা করে হলুদ নুন দিয়ে ভেজে নেবো।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে সাদাজিড়ে ফোড়ন তেজপাতা দিয়ে আদা বাটা দেবো জিড়ে বাটা এবং একে একে হলুদ নুন লঙ্কা দিয়ে ভেজে নেবো।

  3. 3

    এরপর আলু পটল দিয়ে একটু ভেজে জল দিয়ে দেবো।কিছুটা ফুটে এলে সেদ্দ্য হলে একটু মাখো মাখো হয়ে এলে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে উপর দিয়ে ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো।

  4. 4

    নিজের মতো করে পরিবেসন করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Dutta
Priyanka Dutta @cook_24610957

Similar Recipes