আলু পটলের ডালনা(aloo potoler dalna recipe in Bengali)

Bandana Chowdhury
Bandana Chowdhury @cook_15662294
patna

#ebook2
#নববর্ষ
বাঙালিরা আমিষ রান্নার সঙ্গে নিরামিষ রান্না মেনুতে রাখতেই হবে আর তাও বিনা পেয়াজ রসুন ছাড়া এটা একটা এমন পদ ময়দার লুচি বেশ পোলাও দিয়ে খেতে ভীষণ সুস্বাদু

আলু পটলের ডালনা(aloo potoler dalna recipe in Bengali)

#ebook2
#নববর্ষ
বাঙালিরা আমিষ রান্নার সঙ্গে নিরামিষ রান্না মেনুতে রাখতেই হবে আর তাও বিনা পেয়াজ রসুন ছাড়া এটা একটা এমন পদ ময়দার লুচি বেশ পোলাও দিয়ে খেতে ভীষণ সুস্বাদু

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
5 জন
  1. 500 গ্রামপটল
  2. 4 টেআলু
  3. 1 চা চামচমৌরি
  4. 1/2 চা চামচধনে
  5. 1 চা চামচলংকার গুঁড়ো
  6. 1টেবিল চামচ টমেটো বাটা
  7. 1/6 চা চামচহিং
  8. 2 টোতেজপাতা
  9. 1/2 চা চামচগোটা জীরে
  10. প্রয়োজন মতো সাদা তেল
  11. 1 চা চামচঘি বাহ্ আন্দাজ মতো
  12. স্বাদ মতো নুন ও চিনি
  13. 1 টাশুকনো লঙ্কা
  14. 2 চা চামচআদা বাটা
  15. 2 টোছোট এলাচ
  16. 1 টুকরোদারচিনি
  17. 4 টেলবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    জীরে, মৌরি,আর ধনে গরম কড়াইয়ে দিয়ে সুগন্ধ বেরোলে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে

  2. 2

    আলু এখস ছাড়িয়ে ডুমো করে কেটে হালকা নুন দিয়ে সেদ্ধ করতে হবে তারপর ভেজে নিতে হবে

  3. 3

    পটল খোসা চেঁচে গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে লাল করে ভাজতে হবে

  4. 4

    এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে গোটা গরম মসলা,গোটা জীরে,শুকনো লঙ্কা,হিং,শুকনো লঙ্কা ফোরণ দিয়ে একটা বাটিতে জলে গোলা আদা বাটা, টম্যাটো বাটা নুন হলুদ লংকার গুঁড়ো আর চিনি দিয়ে বগল করে 2 মিনিট মসলা ভেজে নিতে হব

  5. 5

    ভাজা পটল আর ভাজা আলু দিয়ে অল্প জল দিয়ে ঢেকে পটল নরম হয়ে প্রযন্ত রান্না করতে হবে।

  6. 6

    পটল আর আলু নরম হয়ে গেলে গুঁড়ো করা মসলা দিতে হবে এবার আবার নেড়ে ছেড়ে একটু ঢেকে মসলার সঙ্গে মিশে গেলে উপর দিয়ে ঘি দিয়ে ভালো করে মিলিয়ে রান্না শেষ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bandana Chowdhury
Bandana Chowdhury @cook_15662294
patna

Similar Recipes