সিমুইয়ের পায়েস (simuier Payesh recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

#ebook2
যে কোন পূজোর অনুষ্ঠানে নিরামিষ পায়েস হিসেবে এটা বানিয়ে নেওয়া যেতে পারে

সিমুইয়ের পায়েস (simuier Payesh recipe in Bengali)

#ebook2
যে কোন পূজোর অনুষ্ঠানে নিরামিষ পায়েস হিসেবে এটা বানিয়ে নেওয়া যেতে পারে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35 মিনিট
6 জন
  1. 1 লিটারদুধ
  2. 1 কাপসিমুই
  3. 1/2 কাপচিনি
  4. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. 10 টিকাজুবাদাম কুচি
  6. 10 টিকিসমিস কুচি
  7. চা চামচএলাচ গুঁড়ো
  8. 4টেবিল চামচ ঘি
  9. 1/2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

35 মিনিট
  1. 1

    প্রথমে হাফ কাপ জলে গুঁড়ো দুধ গুলো রাখতে হবে

  2. 2

    অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে সামান্য ঘি গরম করে কাজু, কিসমিস কুচি হালকা ভেজে তুলে রাখতে হবে

  3. 3

    একই কড়াইতে বাকি ঘি গরম করে তাতে সিমুই দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে

  4. 4

    তারপর ওই কড়াইতে দুধ দিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে কিছুটা

  5. 5

    দুধ জ্বাল দেওয়ার পরে কিছুটা ঘন হয়ে আসলে তাতে ভাজা সিমুই এবং গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে এবং ফোটাতে হবে মাঝারি আঁচে 5 থেকে 8 মিনিট

  6. 6

    সিমুই সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে

  7. 7

    5 মিনিট পর একে একে কাজু কিসমিস করছি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে

  8. 8

    তারপর পরিবেশন পাত্রে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

Similar Recipes