দৈ-গোলমরিচ মাটন(Doi-golmorich mutton recipe in Bengali)

Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

#GA4
#Week3
এই সপ্তাহে র ধাঁধাঁ থেকে আমি মাটন বেছে নিয়েছি।খুব কম মশলা দিয়ে এই আমার আজকের রেসিপি।শরীর খারাপ থেকে উঠে এই প্রায় মশলা ছাড়া গোলমরিচ দিয়ে করা মাটন খুব উপকারী।

দৈ-গোলমরিচ মাটন(Doi-golmorich mutton recipe in Bengali)

#GA4
#Week3
এই সপ্তাহে র ধাঁধাঁ থেকে আমি মাটন বেছে নিয়েছি।খুব কম মশলা দিয়ে এই আমার আজকের রেসিপি।শরীর খারাপ থেকে উঠে এই প্রায় মশলা ছাড়া গোলমরিচ দিয়ে করা মাটন খুব উপকারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ২০মিনিট
৪ জন
  1. ৫০০গ্রামমাটন
  2. ২ টেবিল চামচটক দৈ দু
  3. স্বাদমতোনুন,চিনি
  4. ৫-৬টাগোটা গোলমরিচ
  5. ১/২চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. ২-৩টেগোটা শুকনো লঙ্কা
  7. ১ টা বড়কুচনো পেঁয়াজ
  8. ৩-৪কোয়াকুচনো রসুন
  9. ১/২চা চামচ লেবুর রস
  10. ১/২চা চামচভাজা জিড়ে গুঁড়ো
  11. ৪-৫চা চামচসরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ২০মিনিট
  1. 1

    মাটন ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে টক দৈ আর গোলমরিচ মেখে কম করে এক ঘন্টা রাখতে হবে।

  2. 2

    এবার প্রেসার কুকার ইনডাকশানে বসিয়ে গরম হলে তেল দিয়ে গোলমরিচ,শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  3. 3

    এবার কুচনো পেঁয়াজ, রসুন দিয়ে হালকা ভাজতে হবে।

  4. 4

    এবার মেখে রাখা মাটন দিয়ে হালকা আঁচে কষাতে হবে ঢেকে। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে।

  5. 5

    নুন,চিনি মেশাতে হবে।

  6. 6

    মাটন সেদ্ধ হয়ে এলে তেল ছাড়লে ভাজা জিড়ে গুঁড়ো আর লেবুর রস ছড়িয়ে নামাতে হবে।

  7. 7

    গরম ভাতের সঙ্গে বা শুধু শুধু ও স্যালাড দিয়ে ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Sarkar
Mallika Sarkar @Iluvcooking__04

Similar Recipes