চিকেন কষা (chicken kosha recipe in bengali)

Ram Ranjan Mandal
Ram Ranjan Mandal @ram_ranjan

#আমিরান্নাভালোবসি

গরম ভাত বা রুটির সাথে জমিয়ে খেতে 😋

চিকেন কষা (chicken kosha recipe in bengali)

#আমিরান্নাভালোবসি

গরম ভাত বা রুটির সাথে জমিয়ে খেতে 😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

60 মিনিট
3 সারভিংস
  1. ৩৫০ গ্রাম চিকেন (স্কিন সহ)
  2. ৭৫ গ্রাম সরষের তেল
  3. ২ টা পেয়াঁজ
  4. ২ টা তেজ পাতা
  5. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচধনে গুঁড়ো
  7. ১/২ চা চামচজিরা গুঁড়ো
  8. ২ চা চামচ রসুন বাটা
  9. ২ চা চামচ আদা বাটা
  10. 1/2 চা চামচলঙ্কা
  11. স্বাদমতলবণ

রান্নার নির্দেশ সমূহ

60 মিনিট
  1. 1

    হলুদ ও লবণ দিয়ে চিকেন মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে

  2. 2

    কড়াই এ সরষে তেল গরম হলে তেজ পাতা দিয়ে ৩০ সেকেন্ড পর কাটা পেয়াঁজ দিতে হবে।

  3. 3

    পেয়াঁজ লাল হয়ে এলে বাকি মশলা গুলো কড়াই এ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  4. 4

    তেল মশলার উপর উঠে এলে চিকেন কড়াইএ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াই ঢাকা দিয়ে কম আচেঁ ৫ মিনিট রাখতে হবে। ৫ মিনিট ছাড়া ছাড়া ৪-৫ বার ঢাকা খুলে দেখে নিতে হবে যাতে কড়াই এর নিচে মশালা না লেগে যায়

  5. 5

    চিকেন সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকা খুলে ৪-৫ মিনিট ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর সাথে গুড়ো গরম মশলা মিশিয়ে নিতে পারেন | চিকেন কষা তৈরী গরম গরম পরিবেশন এর জন্য

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ram Ranjan Mandal
Ram Ranjan Mandal @ram_ranjan

Similar Recipes