চিলি চিকেন (chilli chiken recipe in Bengali)

Rupasree bhattacharjee
Rupasree bhattacharjee @cook_25901492

চিলি চিকেন (chilli chiken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15-20 minute
4 জনের  জন্য
  1. 3 টে মাঝারি মাপেরপেঁয়াজ
  2. 1 চা চামচ আদা এবং রসুন বাটা
  3. 1 টা ক্যাপ্সিকাম
  4. স্বাদমত লবণ
  5. 6 চা চামচসাদাতেল
  6. 300 গ্রামচিকেন
  7. 2 চা চামচসয়াসস
  8. 3 চা চামচটমাটো সস
  9. 1 চা চামচচিলিসস
  10. 1 টা ডিম
  11. 2 চা চামচকর্ণফ্লাওয়ার
  12. 1/4 চা চামচচিনি
  13. 1 চা চামচভিনিগার
  14. 10-12 টাকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

15-20 minute
  1. 1

    প্রথমে পেঁয়াজ এবং ক্যাপ্সিকাম এভাবে কেটে নিয়েছি । আর রসুন লংকা এবং আদাও পেস্ট করেছি।

  2. 2

    আমি চিকেন গুলো বোনলেস করে নিয়েছি এবং ভিনিগারে ভিজিয়ে 15 মিনিট রেখে দিয়েছি।এবারে একটা পাত্রে কর্ণফ্লাওয়ার এবং ডিম গুলে একটা ব্যাটার তৈরী করতে হবে। করাই তে তিন চামচ তেল দিতে হবে। সেই ব্যাটারে চিকেন গুলো ডুবিয়ে ডুবো তেলে ভাজতে হবে। হালকা ব্রাউন হলে চিকেন গুলো করাই থেকে উঠিয়ে নিতে হবে।

  3. 3

    আরেকটি পাত্রে তিনটা সস একসাথে গুলে রেখে দিয়েছিলাম। সেই সসকে করাইতে পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নিতে হবে।অল্প নুন দিতে হবে। নুন বুঝে দিতে হবে কারণ তিনটি সস এই নুন থাকে। মশলা ভাজবার সময় 4/5টা কাঁচা লংকা দিতে হবে।

  4. 4

    পুরো মশলাটা ফুটে উঠলে তাতে চিকেনগুলো দিয়ে দিয়ে দিতে হবে। এবারে কিছুক্ষণ গ্যাস কমিয়ে চিকেনটা ফুটিয়ে নিতে হবে। নামাবার আগে এক চুটকি আজিনামোতো দিতে পারো...এটা অপশনাল। এতে খাবারের টেস্ট খুব ভালো হয়। ফ্রাইড রাইস বা চাওমিনের সাথে
    খুব ভালো লাগবে চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupasree bhattacharjee
Rupasree bhattacharjee @cook_25901492

Similar Recipes