ভেজ-স্যান্ডউইচ(veg sandwich recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#GA4
#week3
আমি এবারের শব্দছক থেকে গাজর ও স্যান্ডউইচ কথা দুটি নিয়ে ভেজ-স্যান্ডউইচ বানিয়েছি।

ভেজ-স্যান্ডউইচ(veg sandwich recipe in Bengali)

#GA4
#week3
আমি এবারের শব্দছক থেকে গাজর ও স্যান্ডউইচ কথা দুটি নিয়ে ভেজ-স্যান্ডউইচ বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
১জন
  1. ২টি ব্রাউন ব্রেডের স্লাইস(সাইড কেটে বাদ দেওয়া)
  2. ১টি ছোট গাজর(মিহি করে কাটা)
  3. ৬টি বিন্স(কুচি করে কাটা)
  4. ১/৪চা চামচ আদা বাটা
  5. ২টি কাঁচালঙ্কার কুচি
  6. ১/২পেঁয়াজ কুচি
  7. ৩কোয়া রসুনের কুচি
  8. ২টি বড় আলু সেদ্ধ করা
  9. ১চা চামচ সাদা তেল
  10. ১টেবিলচামচ অলিভ অয়েল/বাটার
  11. ১টেবিলচামচ মেয়োনিজ
  12. ১/২চা চামচরেড চিলিফ্লেক্স
  13. ৩/৪ চা চামচ ইতালিয়ান হার্বস
  14. ১চা চামচ চাট মশলা
  15. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে নুন দিয়ে মেখে নিতে হবে একদম মসৃন করে।বাকি সকল সবজি কুচি করে কেটে নিতে হবে নীচে দেওয়া ছবির মতো করে।ক্যাপ্সিকাম দেওয়া যেতে পারে।

  2. 2

    এক চামচ সাদা তেল দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে গ্যাসে।তেল গরম হলে একে একে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে একটু।

  3. 3

    এরপর বিন্স ও গাজর কুচি দিয়ে ভেজে নিতে হবে একটুক্ষণ।লো ফ্লেমে ভাজতে হবে।

  4. 4

    অল্প নুন দিয়ে ভাজার পর সেদ্ধ করে মেখে রাখা আলু দিতে হবে এর মধ্যে।মিশিয়ে নিতে হবে একে।এরপর চাট মশলা, ইতালিয়ান হার্বস, রেড চিলি ফ্লেক্স দিয়ে আবারও মিশিয়ে হতে দিতে হবে ১-২মিনিট।

  5. 5

    তারপর মেয়োনিজ দিয়ে গ্যাস অফ করে মিশিয়ে নিলেই স্যান্ডউইচের পুর আমাদের রেডি।

  6. 6

    ব্রেডের ধার কেটে মাঝখান দিয়ে ছুরি দিয়ে দু'খন্ড করে ভেতরে এই পুর সমান করে ভরে ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে সেঁকে নিলেই তৈরি আমাদের ভেজ স্যান্ডউইচ।

  7. 7

    শুধুমাত্র টমেটো সস দিয়েই খেয়ে নেওয়া যায় এই স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ভেজ-স্যান্ডউইচ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes