কমলা ভোগ (komola bhog recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

#ebook2
পুজো পার্বনের দিনে জলখাবারে একটু মিষ্টি না হলেই নয়।সরস্বতী পুজোয় বা বাদ যাবে কেন!তাই কমলা ভোগের আয়োজন।

কমলা ভোগ (komola bhog recipe in bengali)

#ebook2
পুজো পার্বনের দিনে জলখাবারে একটু মিষ্টি না হলেই নয়।সরস্বতী পুজোয় বা বাদ যাবে কেন!তাই কমলা ভোগের আয়োজন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬জনের জন্য
  1. ২৫০গ্রামচিনি
  2. ২টি ছোটএলাচ-
  3. ১/৪চা চামচ খাবার হলুদ রং
  4. ১লিটার দুধের(ফুল ক্রীম)ছানা
  5. ২চা চামচ ময়দা
  6. পরিমাণ মতজল
  7. ১/৪চা চামচঅরেঞ্জ এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    জল ঝরানো ছানা, ময়দা ও চিনি দুই চামচ, খাবার হলুদ রঙ, অরেঞ্জ এসেন্স মেখে নিতে হবে খুব ভালো করে। এবার মাখা ছানা ছোট ছোট মসৃণ গোল্লা পাকিয়ে নিতে হবে দুই হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে।

  2. 2

    অপর দিকে ডেকচিতে চিনি ও জল দিয়ে ফুটিয়ে নিতে হবে ছোট এলাচ থেঁতো করে দিয়ে। এবার ছানার গোল্লা ঐ ফুটন্ত রসে দিয়ে ঢাকা দিয়ে বেশি আঁচে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে।

  3. 3

    এর পর একবার ঢাকা খুলে উল্টে দিয়ে ঐ রসের মধ্যে আর ও একটু ফুটন্ত গরম জল দিলাম। আবার ও ঢেকে দিলাম। আঁচ কমিয়ে ফুটিয়ে নিতে হবে আরও কুড়ি মিনিট।এর পর গ‍্যাস অফ্ করে পাত্রটি স্বাভাবিক ভাবে ঠান্ডা হ‌ওয়া অবধি অপেক্ষা করে ঢাকা খুললাম।

  4. 4

    এখন কমলা ভোগ পরিবেশন করা যাবে ইচ্ছে মত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes