চিকেন সাটে (chicken satay recipe in Bengali)

Richa Roy
Richa Roy @cook_26746170

#রান্নাঘর
#স্ন্যাক্স

চিকেন সাটে (chicken satay recipe in Bengali)

#রান্নাঘর
#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
  1. ৪০০গ্রামচিকেন বোনেলেস
  2. ৩ টে বড় পেঁয়াজ
  3. ১ টা বড়ক্যাপ্সিকাম
  4. ৪ টে মাঝারিটমেটো
  5. ৭কোয়ারসুন বাটা
  6. ১০ গ্রামআদা বাটা
  7. ১ টা ছোট পেঁয়াজ বাটা
  8. ১/২ চা চামচ ধনের গুঁড়ো
  9. ১/২চা চামচলঙ্কার গুঁড়ো
  10. ২চা চামচসোয়া সস
  11. ৪চা চামচটমেটো সস
  12. ১চা চামচনুন
  13. ১০০গ্রামসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    চিকেন ৪০০ গ্রাম একটা পাত্র তে নিয়ে নেবেন

  2. 2

    আদা রসুন বাটা ১ চামচ দেবেন

  3. 3

    পিয়াজ বাটা ১ চামচ দেবেন

  4. 4

    ১ চামচ নুন দেবেন

  5. 5

    আধ চামচ ধনে র গুঁড়ো দেবেন

  6. 6

    আধ চামচ লাল লংকার গুঁড়ো দেবেন

  7. 7

    ১ চামচ সোয়া সস দেবেন

  8. 8

    ১ চামচ টমেটো কেচপ দেবেন

  9. 9

    এবার হাথ দিয়ে মেখে নেবেন ভালো করে

  10. 10

    মেখে মারিনেশন এর জন্যে ১ ঘণ্টা আলাদা রেখে দেবেন

  11. 11

    ৩ টে পিয়াজ কে এমন ভাবে কেটে নেবেন। মানে পিয়াজ এর পাপড়ি গুলো কে আলাদা করে ফেলবেন কাটা র পর।

  12. 12

    ৪ টে টমেটো র মাঝের দানা র অংশ টা কে বাদ দিয়ে এমন ভাবে কেটে নেবেন।

  13. 13

    সবুজ ক্যাপ্সিকাম গুলো কে এমন ভাবে কেটে নেবেন।

  14. 14

    এর পর ধাপে ধাপে সব উপকরণ কে কাঠি তে ভরতে হবে। প্রথমে পিয়াজ এর টুকরো তারপর ক্যাপ্সিকাম এর টুকরো তার পর টমেটো র টুকরো ভরবে। সবজি গুলো ভরার পর মাংস টা ভরবে। মনে রাখবেন কাঠি গুলো কে ব্যাবহার করার আগে আধ ঘণ্টা জল এ ভিজিয়ে রেখে ব্যাবহার করবেন।

  15. 15

    একইরকম ভাবে ভরবেন সব উপকরণ কে কাঠি গুলোতে ।

  16. 16

    আমার চিকেন সাটে রেডী হয়ে গেছে ভাজার জন্য।

  17. 17

    এবার গ্যাস এ ননস্টিক কাড়াই তে ১০০ গ্রাম সাদা তেল গরম হলে একটা একটা করে চিকেন সাটে গুলো ভেজে নেবেন মাঝারি ফ্লামে এ ২০ মিনিট এর জন্যে। মাঝখানে একটু উল্টে দেবেন যেনো সব দিকটা সমান ভাবে ভাজা হোক।

  18. 18

    এর পর অন্য কড়াই তে অল্প সাদা তেল এ ২ চামচ টমেটো কেচাপ আর গ্রীন ছিলি সস আর ১ চামচ সোয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন।

  19. 19

    ভেজে রাখা চিকেন সাটে গুলি সস এ দিয়ে একটু সৌতে করে নিতে হবে ১০ মিনিট এর জন্যে।

  20. 20

    আমার চিকেনসাটে একদম তৈরি হয় গেছে। আশা করছি বিকেলে র খাবার হিসাবে ভালো লাগবে আপনাদের সবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Richa Roy
Richa Roy @cook_26746170

Similar Recipes