গোলা রুটি (Gola rooti recipe in Bengai)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

সকালে চটজলদি জলখাবারের জন্য আদর্শ রেসিপি হল এই গোলা রুটির রেসিপিটি | আটা ময়দা ওটস ডিমের সমন্বয়ে এমন পুষ্টিগুণ সম্পন্ন রেসিপিটি একঘেয়েমি রুটি পরোটা থেকে একটু ভিন্ন | তবু ছোট বড় সবারই ভালো লাগবে |

গোলা রুটি (Gola rooti recipe in Bengai)

সকালে চটজলদি জলখাবারের জন্য আদর্শ রেসিপি হল এই গোলা রুটির রেসিপিটি | আটা ময়দা ওটস ডিমের সমন্বয়ে এমন পুষ্টিগুণ সম্পন্ন রেসিপিটি একঘেয়েমি রুটি পরোটা থেকে একটু ভিন্ন | তবু ছোট বড় সবারই ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪- জন
  1. ১ কাপ ময়দা
  2. ১/৪ কাপ ওটস
  3. ৪চা চামচ সুজি
  4. ১/৪ কাপ আটা
  5. ১/৪ কাপ সেদ্ধ নুডলস
  6. ২ চা চামচ নুন
  7. প্রয়োজন মতজল
  8. প্রয়োজন.মত সাদা তেল
  9. ১ চা চামচ জোয়ান
  10. ১ চা চামচ গরম মশলা
  11. ১চিমটি কালো জিরা
  12. ১চিমটি হলুদ গুঁড়ো
  13. ১টি পেঁয়াজ কিমা
  14. ১ চা চামচ আদা থেঁতো
  15. ১ চা চামচ কাঁচা লংকা কুচি
  16. ১টি টমেটো কুচি
  17. ১ টা ডিম

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে তেল বাদে ময়দা সূজি ওটস,নুন, এসব উপকরণ গুলি শুকনো মিলিয়ে নিতে হবে। এবার সেটা সামান্য জল দিয়ে একটা মাঝারি ব্যাটার বানাতে হবে |

  2. 2

    এবার পেঁয়াজ লংকা টমেটো, ডিম, সেদ্ধ নুডলস ইত্যাদি জিনিস গুলো ঐ ব্যাটারে মিশিয়ে ১o মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে |

  3. 3

    এরপর গ্যাসে প্যান গরম করে সামান্য তেল ব্রাস করে তাতে ঐ গোলাটা একহাতা করে দিয়ে ছড়িয়ে ঢাকা দিয়ে ১ মিনিট রেখে উল্টে অন্য দিকটাও ভেজে নিতে হবে ।

  4. 4

    এভাবে সব গোলা রুটি ভাজা হয়ে গেলে টমেটো সস বা কোন আঁচার দিয়ে এগুলি পরিবেশন করতে হবে | খুব সহজ উপাদানে তৈরী,সুস্বাদু ও ভিটামিনে ভরপুর এই রেসিপিটি খেতেও বেশ মজাদার | তোমরাও করে দেখ বন্ধুরা, বেশ ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes