আনন্দ নাড়ু(Anondo Naru recipe in Bengali)

Annie Sircar
Annie Sircar @cook_20784348

#পূজা2020
#sharmilaz_kitchen
#পূজোর রান্না
#ebook2
যে কোনো শুভ অনুষ্ঠানে বনেদী বাড়িতে তৈরী হতো আনন্দ নাড়ু। এই নাড়ু বানানোর অনুমতি সব বংশে থাকে না। কিছু বিধি নিষেধ তো সব কাজেই থাকে।আমিও আজ প্রথম বানালাম। তাই আমি এই নাড়ুর উপকরণে কিশমিশ আর বাদাম যোগ করেছি যাতে পরিবারের ধার্মিক নিয়মে কোনো বিচ্যুতি না ঘটে। খুব ভাল খেতে। কৌটো ভরে সংরক্ষণ করা যেতে পারে। চেষ্টা করে বানাবেন অতি অবশ্যই।

আনন্দ নাড়ু(Anondo Naru recipe in Bengali)

#পূজা2020
#sharmilaz_kitchen
#পূজোর রান্না
#ebook2
যে কোনো শুভ অনুষ্ঠানে বনেদী বাড়িতে তৈরী হতো আনন্দ নাড়ু। এই নাড়ু বানানোর অনুমতি সব বংশে থাকে না। কিছু বিধি নিষেধ তো সব কাজেই থাকে।আমিও আজ প্রথম বানালাম। তাই আমি এই নাড়ুর উপকরণে কিশমিশ আর বাদাম যোগ করেছি যাতে পরিবারের ধার্মিক নিয়মে কোনো বিচ্যুতি না ঘটে। খুব ভাল খেতে। কৌটো ভরে সংরক্ষণ করা যেতে পারে। চেষ্টা করে বানাবেন অতি অবশ্যই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. ১/২ কাপ চালের গুঁড়ো
  2. ১/২ কাপ আটা
  3. ১/২ কাপ চিনির গুঁড়ো
  4. ১/২ কাপ নারকেল কোরানো
  5. ১/৪ কাপ তিল(শুকনো কড়াইতে হাল্কা ভেজে নেওয়া)
  6. ৫ চা চামচ কিসমিস কুচি
  7. ৫ চা চামচ বাদাম এর গুঁড়ো
  8. ১ কাপ রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চালের গুঁড়ো, আটা, নারকেল কোড়া আর চিনি গুঁড়ো একসাথে নিয়ে ভাল করে মাখতে হবে। নারকেলের রসে চিনি গলে যাবে আর ঐ দিয়েই মন্ড টা মাখা হয়ে যাবে।এবার ওতে ভাজা তিল, কিশমিশ কুচি ও বাদাম গুঁড়ো মিশিয়ে মসৃন করে মন্ড টা মেখে নিতে হবে।

  2. 2

    অল্প করে নিয়ে দুই হাতের মাঝে গোল আকার দিতে হবে। তারপর তিলের উপর গড়িয়ে নিতে হবে সব কটা নাড়ু।

  3. 3

    কড়াইতে রিফাইন্ড তেল গরম করে লাল করে ভেজে তুলতে হবে নাড়ু। এবার স্বাদ গ্রহণের পালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Annie Sircar
Annie Sircar @cook_20784348

Similar Recipes