হালিম (haleem recipe in bengali)

Sudipa Daw
Sudipa Daw @sudipa73

লকডাউনে বাইরের খাওয়া বন্ধ তাই আজ বানালাম নিজের মতো করে।

হালিম (haleem recipe in bengali)

লকডাউনে বাইরের খাওয়া বন্ধ তাই আজ বানালাম নিজের মতো করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 150 গ্রামপাঁঠার মাংস
  2. 50 গ্রামডালিয়া
  3. 50 গ্রামবাসমতী চাল
  4. 50 গ্রামমুসুর ডাল
  5. 50 গ্রামমুগ ডাল
  6. 50 গ্রামছোলার ডাল
  7. 50 গ্রামঅরহর ডাল
  8. 50 গ্রামবিউলির ডাল
  9. 20 গ্রামঘি
  10. 1আঁটি ধনেপাতা কুচি
  11. 4 টেবরো পেয়োজ এর বেরিস্তা
  12. পরিমান মতসাদা তেল
  13. পরিমাণ মতগোটা গরম মশলা
  14. 2 টেবিল চামচকরে ধনে ও জিরেগুঁড়ো
  15. প্রয়োজন মতগরম মশলা গুঁড়া
  16. 1 টাপাতিলেবুর রস
  17. 2 টেবিল চামচটক দৈ
  18. 4টেবিল চামচ আদা ও রসুন বাটা
  19. 1 চা চামচকরে ছোট এলাচ ও দারুচিনি গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ডালিয়া বাদে বাকি সব উপকরণ একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। এবার এর সঙ্গে ডালিয়া মিশিয়ে নিতে হবে।

  2. 2

    কুকারের সব কিছু দিয়ে সাথে আদা বাটা আধা চা চামচ ও রসুন বাটা আধা চা চামচ করে দিয়ে 6-7টা সিটি দিয়ে নিতে হবে।

  3. 3

    অন্যদিকে একটি পাত্রে পরিমান মত সাদা তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোরন দিতে হবে। এর মধ্যে কুচি করে কেটে নেওয়া পেয়োজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া মাংস, ধনেগুরো,জিরে গুঁড়া, পরিমান মত নুন ও চিনি,গরম মশলা গুঁড়া,ছোট এলাচ ও দারুচিনি গুঁড়া দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। কষান হলে পরিমান মত গরম জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এর মধ্যে বেশ কিছু টা ঝোল রাখতে হবে।

  5. 5

    এবার একটি বড় পাত্রে পরিমান মত সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফুরোনোর দিয়ে এর মধ্যে সিদ্ধ করে নেওয়া ডাল ও ডালিয়া,রান্না করে নেওয়া ঝোল সমেত মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আগে থেকে কুচি করে কেটে নেওয়া ধনেপাতা,পরিমান মত নুন ও চিনি ও ঘি মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে অন্তত 1ঘন্টা।

  6. 6

    1ঘন্টার মধ্যে মাঝে মাঝেই নেড়ে নিতে হবে যাতে না তলায় লেগে যায়। দরকার হলে এতে আরও একটু জল মেশান যেতে পারে। উপরে তেল ভেসে ওঠে এলে এর মধ্যে ফেটান টকদৈ ও বেরিস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশে গেলে ও ঘন হয়ে এলে এতে গরম মশলা গুঁড়া, পাতিলেবুর রস মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে।

  7. 7

    গরম গরম ঘি ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudipa Daw
Sudipa Daw @sudipa73

মন্তব্যগুলি (4)

Bakul Samantha Sarkar
Bakul Samantha Sarkar @Tanu90_kitchen
Khub valo.lage...onekdin thekei chestay achi eta bananor ekhono hoye otheni...khub sundor perfect hoyeche

Similar Recipes