লকডাউন ওয়ালা বিরিয়ানি(lockdown wala biryani recipe in Bengali)

Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

লকডাউন ওয়ালা বিরিয়ানি(lockdown wala biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০গ্রামবাসমতি চাল-
  2. ৩/৪ভাগছোট বাটি মিক্স ডাল-(১ চামচ করে মুসুর ডাল,অরহর ডাল,মটর ডাল,ছোলার ডাল)
  3. ১বাটি ছোটসোয়াবিন
  4. ১টা পেঁয়াজ বাটা
  5. ১চা চামচরসুন
  6. ৩ চা চামচআদা বাটা
  7. স্বাদ মতোনুন
  8. পরিমাণ মতোতেল
  9. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১-২চা চামচলঙ্কা বাটা
  11. ২টেবিল চামচ টকদই
  12. ২ চা চামচবিরিয়ানি মশলা
  13. ২ ফোঁটামিঠা আতর
  14. ২চা চামচকেওড়ার জল
  15. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মিক্স ডালটা(১ চামচ করে মুসুর ডাল,অরহর ডাল,মটর ডাল,ছোলার ডাল) ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।যে কোনো ডাল না থাকলেও হবে কোনো অসুবিধা নেই
    ।আর সোয়াবিন জলে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট মতো।এবার জল নিংড়ে নিতে হবে সোয়াবিন থেকে।

  2. 2

    এবার মিক্সিতে ডালটা এবং আদা বাটা,লঙ্কা বাটা পরিমান মতো,আর- মতো পিঁয়াজ বাটা,নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে।তারপর তারমধ্যেই সোয়াবিন গুলো দিয়ে একবার শুধু ব্লেন্ড করে নিতে হবে।ফাইন পেস্ট করার দরকার নেই।এবার সব কিছু একটা বাটিতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারমধ্যে বিরিয়ানি মশলা দিয়ে কেওড়ার জল দিয়ে মেখে ভেজে নিতে হবে। আমি এখানে সেপটা চিকেনের লেগ পিসের মতো করার চেষ্টা করেছি।আপনারা নিজের ইচ্ছা মতো করতেই পারেন এবার এই গুলো তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    ভাতটা করে দল ঝড়িয়ে নিতে হবে।আমি এখানে সাধারণ বাসমতি রাইসে করেছি আপনারা চাইলে বিরিয়ানি স্পেশাল রাইসে করতে পারেন।

  5. 5

    এবার একটা কড়াইতে তেল নিয়ে তারমধ্যে পিঁয়াজ বাটা,আদা বাটা,রসুন বাটা,লঙ্কা বাটা,হলুদ,নুন দিয়ে কসে নিয়ে দই আর বিরিয়ানি মশলা টা দিতে হবে।তারপর জল দিতে হবে জলটা ফুটে উঠলেই ভাজা গুলো দিয়ে দিতে হবে আর কেওড়ার জল ১ চামচ দিয়ে ফোটাতে হবে ৩-৫ মিনিট মতো।যেহেতু ডাল আছে তাই ডালটা জল কিছুটা টেনে নেবেই।

  6. 6

    এরপর ভাত টা দিয়ে হালকা হাতে মেশাতে হবে।তারমধ্যে দিতে হবে বিরিয়ানি মশলা,মিঠা আতর,আর কেওড়ার জল দিতে হবে দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে।ব্যাস তাহলেই রেডি।এছাড়াও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে Rabir Dupur নামে আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে Lockdown wala Biriyani বলে সার্চ করলেই পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupsa Dutta
Rupsa Dutta @cook_20009048

Similar Recipes