ইলিশ পোলাও (ilish polau recipe in Bengali)

Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

#পূজা2020
দুর্গা পুজোর এই কটা দিন পরিবার এর সাথে জমিয়ে খাওয়া দাওয়া ঠাকুর দেখা এ সব নিয়েই আমরা মেতে থাকি। কিন্তু এ বছর আর ঘুরে ঘুরে ঠাকুর দেখা টা হয় নি। তাই বলে খাওয়া দাওয়া হবে না, এটা তো হয় না, প্রচুর রান্না করেছি আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছি। আর পূজোর দশমীর দিন আমি এই ইলিশ পোলাও রান্না করেছি।

ইলিশ পোলাও (ilish polau recipe in Bengali)

#পূজা2020
দুর্গা পুজোর এই কটা দিন পরিবার এর সাথে জমিয়ে খাওয়া দাওয়া ঠাকুর দেখা এ সব নিয়েই আমরা মেতে থাকি। কিন্তু এ বছর আর ঘুরে ঘুরে ঠাকুর দেখা টা হয় নি। তাই বলে খাওয়া দাওয়া হবে না, এটা তো হয় না, প্রচুর রান্না করেছি আর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছি। আর পূজোর দশমীর দিন আমি এই ইলিশ পোলাও রান্না করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 500 গ্রামগোবিন্দ ভোগ চাল
  2. 3 টুকরোইলিশ মাছ
  3. 2 টেবিল চামচসর্ষে বাটা
  4. 2 টেবিল চামচপোস্ত বাটা
  5. 2 টেবিল চামচটক দই
  6. 2 টিকাঁচা লংকা
  7. 1 টেবিল চামচসর্ষের তেল
  8. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  9. 1 চা চামচ হলুদ
  10. 1 টেবিল চামচগোটা গরম মশলা
  11. 2 টেবিল চামচঘি
  12. 2 টেবিল চামচসাদা তেল
  13. পরিমাণ অনুযায়ী জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম গোবিন্দ ভোগ চাল নিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে ।

  2. 2

    এবার ইলিশ মাছের পিস গুলো ভাল করে ধুয়ে নুন মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে ।

  3. 3

    এবার সর্ষে পোস্ত কাচালংকা নুন হলুদ ও টক দই ও সর্ষের তেলদিয়ে একটি পেস্ট বানিয়ে তা দিয়ে ইলিশ মাছ গুলো মেখে রাখতে হবে ।

  4. 4

    এবার একটি মাইক্রো ওয়েভ বোল এ চাল নুন হলুদ চিনি ঘি সাদাতেল গোটা গরম মশলা দিয়ে সর্ষে পোস্ত কাচালংকা দিয়ে মাখা মাছ গুলো দিয়ে চালের ওপরে হাতের আঙুল এর 2 কর মেপে জল দিয়ে মাইক্রো ওয়েভ ওভেনে 15 মিনিট কুক করতে হবে।

  5. 5

    15 মিনিট বাদে একবার দেখে নিয়ে লাগলে আর 10 মিনিট দিয়ে কুক করে নিলেই তৈরি ইলিশ পোলাও। আমি মাইক্রো ওভেন এ করেছি। এই এক পদ্ধতিতে আমি প্রেসার কুকারের ও করি তখন 1 টা সিটি দিয়ে গ্যাস বন্ধ কর দিই। তারপর 5 মিনিট পর খুললেই তৈরি ঝরঝরে ইলিশ পোলাও ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nayna Bhadra
Nayna Bhadra @cook_23404555

Similar Recipes