ছোলার ঘুগনি(chola ghugni recipe in Bengali)

Puja Shaw
Puja Shaw @Puja_26602612

#GA4
#Week7
Breakfast

ছোলার ঘুগনি(chola ghugni recipe in Bengali)

#GA4
#Week7
Breakfast

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫জন
  1. ২৫০ গ্রাম ছোলা
  2. ৩ টি পেঁয়াজ
  3. ১ টেবিল চামচ আদা বাটা
  4. ১/২ টেবিল চামচ রসুন বাটা
  5. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  6. ১/২ টেবিলচামচ ধনে গুঁড়ো
  7. ১ টি টমেটো কুচি
  8. স্বাদ মতো নুন ও চিনি
  9. পরিমান মত সাদা তেল
  10. ২টি কাঁচা লঙ্কা
  11. ১/২ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১টি তেজপাতা
  13. ১টি শুকনো লঙ্কা
  14. ১/২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সারারাত ছোলা ভিজিয়ে নিতে হবে। এবার ছোলাকে নুন দিয়ে প্রেসারে দুটো সিটি লাগে নিতে হবে। আর সেদ্ধ করা ছোলার জল টা ফেলে দিতে হবে।

  2. 2

    এবার কড়াতে তেল দিয়ে দিতে হবে। তেজপাতা, শুকনো লঙ্কা আর চিনি দিতে হবে। এবার পেঁয়াজ দিয়ে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো কুচি আর মসলাগুলো দিয়ে দিতে হবে ।মসলা ভাজা হয়ে গেলে সিদ্ধ ছোলা দিয়ে কষে নিতে হবে।

  3. 3

    এবার ছোলা মশলা সব কিছু কসা হয় গেলে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে গরম মসলা দিয়ে দিতে হবে এবার পরিবেশনের জন্য তৈরি আছে ছোলার ঘুগনি। আপনাদের ইচ্ছা হলে এতে আপনারা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Shaw
Puja Shaw @Puja_26602612

Similar Recipes