ঘুগনি (ghugni recipe in Bengali)

Silki Mitra
Silki Mitra @cook_29039383

#GB1
আজকে আমি ঘুগনির রেসিপি বেছে নিয়েছি, আমাদের সকলের খুব প্রিয় একটি পদ যা আমরা খেতে খুব ভালোবাসি, আমি কিভাবে বানিয়েছি সেটাই সকলের সাথে ভাগ করে নিচ্ছি। এর সাথে পেঁয়াজ- ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে খেলে স্বাদটা আরো সুন্দর হয়ে যায়।

ঘুগনি (ghugni recipe in Bengali)

#GB1
আজকে আমি ঘুগনির রেসিপি বেছে নিয়েছি, আমাদের সকলের খুব প্রিয় একটি পদ যা আমরা খেতে খুব ভালোবাসি, আমি কিভাবে বানিয়েছি সেটাই সকলের সাথে ভাগ করে নিচ্ছি। এর সাথে পেঁয়াজ- ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে খেলে স্বাদটা আরো সুন্দর হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জন
  1. 500 গ্রামসাদা মটর
  2. 4 টেবিল চামচরিফাইন তেল
  3. 2 টিতেজপাতা
  4. 2 টি +2 টিছোট এলাচ , দারচিনি
  5. 2 টিশুকনো লঙ্কা
  6. 1/2 চা চামচগোটা জিরে
  7. 1/2 চা চামচরসুন বাটা
  8. 2 টি বড়পেঁয়াজ বাটা
  9. 1+ 1চা চামচআদা এবং জিরে বাটা
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. স্বাদ অনুসারেলবণ ও চিনি
  13. 1 টি বড়টমেটো পেস্ট
  14. 1 টেবিল চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  15. 3 টিকাঁচা লঙ্কা কুচি
  16. 1 টেবিল চামচভাজা জিরা গুঁড়ো
  17. পরিমাণ মতধনেপাতা কুচি
  18. 1/2চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে 500 গ্রাম সাদা মটর রেসিপিটি করবার 6 ঘন্টা আগে অথবা সারারাত জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এবারে কুকারের মধ্যে কিছু পরিমাণ জল ও সামান্য লবণ দিয়ে সিটি দিতে হবে যাতে ভালো মতন করে সেটা সেদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে(10-12 টা সিটি)।

  2. 2

    ভালো মতন করে সেদ্ধ হলে করাইয়ের মধ্যে মাঝারি আঁচে পরিমানমতো রিফাইন তেল দিয়ে তারমধ্যে যথাক্রমে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ ও দারুচিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলার সুন্দর গন্ধ বেরোবার সাথে দিতে হবে রসুন এবং পেঁয়াজ বাটা।
    খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং দিতে হবে টমেটো পেস্ট, সাথে দিতে হবে আদা ও জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি ও কাশ্মীরি লঙ্কাগুঁড়ো।

  3. 3

    সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে তার মধ্যে হালকা জল দিয়ে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়। তারপরে দিতে হবে সেদ্ধ করা মটর এবং সেটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং জল বেশ খানিকটা পরিমাণে দিয়ে 10 মিনিটের জন্য মাঝারী আচে রেখে ঢাকা দিতে হবে ভালোমতো সেদ্ধ হওয়ার জন্য এবং সমস্ত উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

  4. 4

    10 মিনিট পরে ঢাকা খুলে যখন দেখা যাবে সব উপকরণ ভালোভাবে মিশে গেছে এবং গ্রেভিটিও ঘন হয়ে গেছে তখন দিতে হবে ভাজা জিরেগুঁড়ো এবং পরিমাণমতো সামান্য গরম মশলা গুঁড়ো। ভালো মতো মিশিয়ে তার ওপর দিতে হবে ধনেপাতা কুচি, তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম ঘুগনি। সামান্য পেঁয়াজ কুচি এবং অল্প লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন ঘুগনির সুন্দর রেসিপি, আশাকরি আপনাদের সকলের এই রেসিপি ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Silki Mitra
Silki Mitra @cook_29039383
রান্না আমার জীবনে একটা খুব বড় জায়গা জুড়ে অবস্থান করে। আপনাদের সামনে বিভিন্ন ধরনের ছোট বড় রান্না রেসিপি আমি শেয়ার করছি আশা রাখবো যে আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এটাই আশা রাখি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes