ছোলার ঘুগনি (Cholar ghugni recipe in Bengali)

Anamika Chakraborty
Anamika Chakraborty @Anamika
আলিপুরদুয়ার

#নিরামিষ
পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনি।

ছোলার ঘুগনি (Cholar ghugni recipe in Bengali)

#নিরামিষ
পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই ঘুগনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
3 জন
  1. 250 গ্রামছোলা
  2. 2 টিমাঝারি আলু
  3. 2 টিটমেটো পেস্ট
  4. 1 চা চামচআদা গ্রেট করা
  5. 4 টিকাঁচা লংকা চেরা
  6. 1 টিশুকনো লঙ্কা
  7. 2 টিদারচিনি টুকরো
  8. 1 চা চামচজিরেগুঁড়ো
  9. 1/2 চা চামচলংকা গুড়ো
  10. 1 চা চামচগোটা জিরা
  11. 1/4 চা চামচচিনি
  12. 1 চা চামচহলুদ
  13. স্বাদ মতোনুন
  14. 2টেবিল চামচ সরষের তেল
  15. 1 চা চামচঘি
  16. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  17. 3টেবিল চামচ নারকেল কোরা

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    প্রথমে আলু টুকরো করে কেটে নিতে হবে। আলু ও ছোলা 1/2 চা চামচ হলুদ ও নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তাতে ঘি দিয়ে গরম হলে গোটা জিরা, শুকনো লঙ্কা ও দারচিনি ফোড়ন দিতে হবে।

  3. 3

    এরপর তাতে টমেটো পেস্ট, আদা বাটা ও কাঁচা লংকা চেরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা হলে তাতে জিরেগুঁড়ো,লংকা গুড়ো, হলুদ, চিনি ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  5. 5

    কষানো হলে তাতে সেদ্ধ আলু, ছোলা ও নারকেল কোরা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণমতো জল দিয়ে ঢেকে দিতে হবে।

  6. 6

    ঝোল ঘন হলে তাতে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anamika Chakraborty
আলিপুরদুয়ার
আমি homemaker আমি রান্না করতে ও নানান রান্নায় নতুনত্ব আনতে ভালোবাসি ।
আরও পড়ুন

Similar Recipes