চিংড়ি মাছের মালাইকারি(Chingri macher malaicurry recipe in bengali)

Mamoni Banerjee
Mamoni Banerjee @cook_26461469

#আমিরান্নাভালোবাসি
দারুন খেতে আর খুব সহজ বানানো।

চিংড়ি মাছের মালাইকারি(Chingri macher malaicurry recipe in bengali)

#আমিরান্নাভালোবাসি
দারুন খেতে আর খুব সহজ বানানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 4 টিচিংড়ি মাছ
  2. 1 কাপনারকেল কুরো
  3. 10 কোয়ারসুন
  4. 1 টিটমেটো
  5. 5 চামচতেল
  6. 8 টিকাজু
  7. 1 টিকাঁচা লঙ্কা
  8. 1 চা চামচআদা বাটা
  9. স্বাদ অনুযায়ীলবণ আর চিনি
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচপোস্ত
  12. 1 চা চামচগোটা গরম মসলা
  13. 2 চা চামচঘী
  14. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে কড়াই এ তেল নিয়ে কুচি করা রসুন ভেজে নিতে হবে। এবার এক এক করে কর কাজু আর টমেটো দিয়ে ভাজতে হবে। আদা বাটা আর কাঁচা লঙ্কা দিতে হবে। ভেজে নিয়ে মিক্সি তে পস্ত দিয়ে পেস্ট করতে হবে। মাছ টা লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে।

  2. 2

    এবার কড়াই এ ঘী দিয়ে তেজপাতা আর গোটা গরম মসলা দিতে হবে। আর একটি পাত্র নিয়ে তাতে ঝোল গরম করে করানো নারকেল টা ভিজিয়ে নিতে হবে। ছেকে নিয়ে নারকেল এর দুধ টা বের করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই এ পেস্ট করা মসলা তা দিয়ে ভালো করে কষতে হবে। লবণ আর হলুদ দিতে হবে। ভাজা মাছ গুলি দিয়ে কষতে হবে। ভালো করে কষা হয়ে গেলে নারকেল এর দুধ দিয়ে ফুটিয়ে নিতে হবে। ঘন হয়ে গেলে গরম মসলা র গুড়ো দিতে 5 মিনিট ঢাকনা দিয়ে কম আঁচে ফোটাতে হবে। তৈরী হয়ে গেলো গরম গরম চিংড়ির মালাই কারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamoni Banerjee
Mamoni Banerjee @cook_26461469

Similar Recipes