চিংড়ি মাছের মালাইকারি (Chingri macher malaikari recipe in Bengali)

Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

চিংড়ি মাছের মালাইকারি (Chingri macher malaikari recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ৫০০ গ্রাম চিংড়ি মাছ
  2. ২টো বড় পেঁয়াজ
  3. ১টা টমেটো
  4. ১/২কাপনারকেলের দুধ
  5. ১চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ রসুন বাটা
  7. ১চা চামচ শুকনো লংকা গুঁড়ো
  8. ১চা চামচ গরম মশলা গুঁড়ো
  9. ১টেবিল চামচ ঘি
  10. স্বাদমতো লবণ
  11. স্বাদমতো চিনি
  12. পরিমাণ মতো সাদা তেল
  13. পরিমাণমতো২টো এলাচ, ২টো লবঙ্গ, ২টো দারুচিনি, ১টা তেজপাতা
  14. ২টো কাঁচা লঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে অল্প ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলে গোটা গরম মসলা ফোরন দিয়ে তারমধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা লাল করে ভেজে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নারকেলের দুধ নুন, শুকনো লংকা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    একটু ফুটে উঠলে ঢাকা খুলেচিংড়ি মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে অল্প সময়। নামানোর আগে ঘি এবং গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের মালাইকারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shampa Chatterjee
Shampa Chatterjee @cook_20970189

Similar Recipes