মিনি ভেজ আপ্পাম (Mini Veg Appam recipe in bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#GA4
#Week7

# গোল্ডেন এ্যপ্রনের ধাঁধা থেকে আমি ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়েছি | সূজি দই ও কিছু সাধারণ উপাদান দিয়ে তৈরী এই হালকা পুষ্টিকর জলখাবারটি দেখতে যেমন সুন্দর ,খেতেও তেমনি লোভনীয় |

মিনি ভেজ আপ্পাম (Mini Veg Appam recipe in bengali)

#GA4
#Week7

# গোল্ডেন এ্যপ্রনের ধাঁধা থেকে আমি ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়েছি | সূজি দই ও কিছু সাধারণ উপাদান দিয়ে তৈরী এই হালকা পুষ্টিকর জলখাবারটি দেখতে যেমন সুন্দর ,খেতেও তেমনি লোভনীয় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩জন
  1. ১ কাপ সুজি
  2. ১/২ কাপ দই
  3. ৪চা চামচ গাজর গ্রেড করা
  4. ১টি পেঁয়াজ কিমা
  5. ১ চা চামচ আদার কিমা
  6. ২চা চামচ ক্যাপ্সিকাম কিমা
  7. ৭-৮ টা কাঁচা লংকা কুচি
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ২-৩ চা চামচ সাদা তেল
  10. ১ চা চামচ ফুলকপিকুচি সেদ্ধ করা
  11. ১ চা চামচ বিন্স সেদ্ধ কুচি
  12. ২ চা চামচ নারকেল কোরা
  13. ১ প্যাকেট ইনো
  14. ১ আঁটিকারিপাতা
  15. ৪চা চামচ ধনে পাতা কুচি
  16. ২ চা চামচ কালো সরষে
  17. চাটনীর উপকরণ ~
  18. ১/২ কাপ দই
  19. ৫-৬ টা কারিপাতা
  20. ১ চা চামচ সর্ষে
  21. ১ চা চামচ কাঁচা লংকা
  22. ২ চা চামচ চাট মশলা
  23. ১ চা চামচ বিট নুন
  24. ১ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে সূজি ও ১/২ কাপ দই মিশিয়ে রাখতে হবে | এটি ঢেকে ৪ মিনিট রেখে দিতে হবে |

  2. 2

    ৪ মিনিট পর এতে নুন,কাঁচালংকা কুচি মেশাতে হবে | ব্যাটার মাঝারি গোলা হবে ৷ দরকার হলে সামান্য জল দিতে হবে |এবার এতে গাজর,পেঁয়াজ, আদা,ধনেপাতা, ক্যাপ্সিকাম কিমা, সেদ্ধ বীনস ও ফুলকপিকুচি নারকেল কোরা ভালোমত মেশাতে হবে |

  3. 3

    এরপর এতে মেশাতে হবে ১ প্যাকেট ইনো পাউডার ৷এরপর আপ্পাম প্যান প্রিহিট করে ~ বাটিগুলোতে তেল দিয়ে তাতে সরষে ও করিপাতা প্রতি বাটিতে সামান্য করে দিয়ে চামচে করে মিশ্রণ টা দিতে হবে | এবং ৫-৬ মিনিট প্যানটা ঢেকে রাখতে হবে |

  4. 4

    ৫মিনিট পর আপ্পামের উপর দিকে তেল ব্রাশ করে, সাবধানে উল্টে আবার ২-৩ মিনিট ঢেকে রাখতে হবে | ২মিনিট পর আপ্পাম তৈরী |

  5. 5

    এবার চাটনীতে কারিপাতা সর্ষে ফোঁড়ন দিয়ে, বীট নুন, চাট মশলা, কাঁচালংকা কুচি মিশিয়ে পরিবেশন করতে হবে গরমাগরম আপ্পাম ও চাটনী | এটি জলখাবারে জাস্ট জমে যাবে | ছোট বড় সবারই ভালো লাগবে এই রেসিপিটি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes