ক্যাপ্সি চিকেন আপ্পাম (Suji appam with topping recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#Week4
সকালের খাবার ,একটু অন্য রকম ও তাড়াতাড়ি হবে । সেদ্ধ চিকেন থেকে গেলে আমি এই ভাবে রুটি পরোটা বা পাউরুটির ওপর বা ভেতরে দিয়ে চালিয়ে দেই ।

ক্যাপ্সি চিকেন আপ্পাম (Suji appam with topping recipe in bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#Week4
সকালের খাবার ,একটু অন্য রকম ও তাড়াতাড়ি হবে । সেদ্ধ চিকেন থেকে গেলে আমি এই ভাবে রুটি পরোটা বা পাউরুটির ওপর বা ভেতরে দিয়ে চালিয়ে দেই ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
4 -টা
  1. 2/3 কাপসুজি
  2. 1/2 কাপদই
  3. 1/2 চা চামচচিনি
  4. 1/4 চা চামচনুন
  5. 1 টাবড় পেঁয়াজ
  6. 1/2 কাপক্যাপ্সিকাম লম্বা করে কাটা
  7. 1/3 কাপচিকেন সেদ্ধ
  8. 1 চা চামচপিজ্জা সিজনিং
  9. 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. 1 টাইনো র প্যাকেট
  11. পরিমান মতো সস
  12. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    সুজিতে দই, চিনি, নুন মিশিয়ে রেখেছি 1 ঘন্টা । পেঁয়াজ লম্বা ও একটু মোটা কেটে নিয়েছি ।

  2. 2

    কড়াই গরম করে 1 চামচ তেল দিয়েছি হাই ফ্লেমে পেঁয়াজ ও ক্যাপ্সিকাম 20 - 25 সেকেন্ড নেড়েচেড়ে নিয়েছি।

  3. 3

    সুজি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি। 2-3 টেবিল চামচ জল মিশিয়ে eno মিশিয়াছি । জল বুঝে দিতে হবে, কারণ eno মেশালে সুজি একটু পাতলা হয়ে যায়, কিন্ত বেটার একটু ঘন হবে ।

  4. 4

    নন স্টিক তাওয়া গরম করে নিয়েছি। একটা টিসু পেপারে তেল লাগিয়ে তাওয়া মুছে নিয়েছি । একহাত বেটার তাওয়াতে দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি, আঁচ লো করে দিয়েছি ।

  5. 5

    ওপর টা একটু শুকিয়ে আসলে প্রথমে টমেটো সস, তারপর পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও চিকেন দিয়েছি । ওপরে পিজ্জা সিজনিং, ও গোলমরিচ গুঁড়ো দিয়েছি । ঢাকা চাপা দিয়ে রেখেছি কিছুক্ষন লো ফ্লেমে । তাওয়ার দিকটা লাল হলে নামিয়ে নিয়েছি ।

  6. 6

    তৈরি দারুন স্বাদের সকালের খাবার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

Similar Recipes