চিলি পনির(Chilli Paneer recipe in Bengali)

Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

#ebook2
#দূর্গাপুজো
দুর্গাপুজো উপলক্ষে চিলি পনীর বানিয়ে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

চিলি পনির(Chilli Paneer recipe in Bengali)

#ebook2
#দূর্গাপুজো
দুর্গাপুজো উপলক্ষে চিলি পনীর বানিয়ে তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৬ জনের জন্য
  1. ৩০০গ্রাম পনির
  2. ২ টো মাঝারি মাপের পেঁয়াজ
  3. ১ টা ক্যাপ্সিকাম
  4. ১ টেবিল চামচ আদা ও রসুনবাটা
  5. ২ টো কাঁচালঙ্কা কুচি
  6. ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  7. স্বাদমতোলবণ
  8. পরিমাণমতো সর্ষেরতেল
  9. ১/২ চা চামচ হলুদগুঁড়ো
  10. ২ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  11. ১ টেবিল চামচ সয়াসস
  12. ১ টেবিল চামচ টমেটো সস
  13. ১ টেবিল চামচ চিলিসস
  14. ১ টেবিল চামচ ভিনিগার
  15. ৬-৭ টা রসুনকুচি

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে পনীরগুলোকে কিউব কিউব করে কেটে লবণ, হলুদগুঁরো,১ চা চামচ লঙ্কাগুঁড়ো আর ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে হালকা ভেজে তুলে রাখতে হবে।

  2. 2

    এবারে কড়াইতে আবার তেল রসুনকুচি আর লঙ্কাকুচি দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপ্সিকাম আর স্বাদমতো লবণ দিয়ে ২ মিনিট কষাতে হবে।

  3. 3

    একটা বাটিতে সয়াসস, টমেটোসস, চিলিসস আর ভিনিগার একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে কড়াইতে দিতে হবে। ২ মিনিট ভালো করে কষিয়ে তাতে ১ চা চামচ লঙ্কাগুঁড়ো জলে গুলে সেটাও ঢেলে দিয়ে ২ মিনিট ভালো করে কষাতে হবে।

  4. 4

    ২ মিনিট ভালো করে কষিয়ে তাতে সামান্য জল দিয়ে ৫ মিনিট ফুটতে দিতে হবে।তারপর তাতে পনীরগুলো দিয়ে ২/৩ মিনিট কষিয়ে ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার জলে গুলে ঢেলে দিতে হবে। ৩/৪ মিনিট পর গ্রেভি মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Saheli Dey Bhowmik
Saheli Dey Bhowmik @cook_25230915

Similar Recipes