চিলি পনির(chilli paneer recipe in Bengali)

Ankita Bhattacharjee Roy
Ankita Bhattacharjee Roy @cook_30845269

#td
কুকপ‍্যাড এমন একটা প্লাটফর্ম যেখানে নিজের প্রতিভাকে তুলে ধরার সুযোগ রয়েছে।তেমনি অন্যের রান্না করা নানান ধরনের সুস্বাদু নতুন নতুন রেসিপি শেখা যায়। আমি কুকপ‍্যাড থেকে চিলি পনির এই রেসিপিটি শিখেছি এবং বাড়ির সবাইকে করেও খাইয়েছি।সবাই খুবই খুশী হয়েছে। আমি টিচার্স ডে বা শিক্ষক দিবস উপলক্ষে কুকপ‍্যাড এ সুপ্রীতি পাল- @cook_26208681 এর থেকে শেখা,চিলি পনির রেসিপিটি বানালাম।।

চিলি পনির(chilli paneer recipe in Bengali)

#td
কুকপ‍্যাড এমন একটা প্লাটফর্ম যেখানে নিজের প্রতিভাকে তুলে ধরার সুযোগ রয়েছে।তেমনি অন্যের রান্না করা নানান ধরনের সুস্বাদু নতুন নতুন রেসিপি শেখা যায়। আমি কুকপ‍্যাড থেকে চিলি পনির এই রেসিপিটি শিখেছি এবং বাড়ির সবাইকে করেও খাইয়েছি।সবাই খুবই খুশী হয়েছে। আমি টিচার্স ডে বা শিক্ষক দিবস উপলক্ষে কুকপ‍্যাড এ সুপ্রীতি পাল- @cook_26208681 এর থেকে শেখা,চিলি পনির রেসিপিটি বানালাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জন
  1. 250 গ্রামপনির
  2. 2 টিপেঁয়াজ কুচি
  3. 1 টিক্যাপ্সিকাম কুচি
  4. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  5. 2 চা চামচআদা কুচি
  6. 1 চা চামচরসুন কুচি
  7. 1 চা চামচভিনিগার
  8. 2 চা চামচসোয়া সস
  9. পরিমাণ মতজল
  10. 2 চা চামচটমেটো সস
  11. 2 চা চামচচিলি সস
  12. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. পরিমাণ মতসর্ষের তেল
  14. 2 চা চামচকর্ণ ফ্লাওয়ার
  15. 1 চা চামচচিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে পনির সাইজ মত কেটে নিতে হবে। তারপর লঙ্কাগুঁড়ো, কনফ্লাওয়ার এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে পনির দুই পিঠ ভেজে নিতে হবে। তারপর তুলে অন্য পাত্রে রেখে দিতে হবে।

  2. 2

    তারপরে ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে চিনি, লঙ্কা কুচি,আদা কুচি এবং রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ গুলো দিয়ে দিতে হবে। একটু পর ক্যাপ্সিকাম কুচি দিয়ে দিতে হবে, আর দিতে হবে ভিনিগার তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  3. 3

    এরপর একটি পাত্রে জল নিয়ে তাতে সোয়া সস, টমেটো সস, চিলি সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিতে হবে। তারপরে ওই সসের মিশ্রন ওই কড়াইয়ে দিয়ে দিতে হবে। তারপর ফুটতে থাকলে পনির র গুলোকে ফেলে দিতে হবে আর দিতে হবে গোলমরিচ গুঁড়ো। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে কড়াই নামিয়ে নিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে চিলি পনির।এইবার চিলি পনির,ফ্রাইড রাইস বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Bhattacharjee Roy
I love cooking ❤️❤️
আরও পড়ুন

Similar Recipes