কাশ্মীরি আলুর দম(Kashmiri alur Dom recipe in Bengali)

Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

#ebook2
দুর্গাপূজা
দুর্গাপূজার দিনগুলোতে সকালে ফুলকো লুচির সাথে কাশ্মীরি আলুর দম এ একেবারে চাই ই চাই। এর জুড়ি মেলা ভার।

কাশ্মীরি আলুর দম(Kashmiri alur Dom recipe in Bengali)

#ebook2
দুর্গাপূজা
দুর্গাপূজার দিনগুলোতে সকালে ফুলকো লুচির সাথে কাশ্মীরি আলুর দম এ একেবারে চাই ই চাই। এর জুড়ি মেলা ভার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫জন
  1. ১ কেজি আলু
  2. ১/২ কাপ সাদা তেল
  3. ১/২ টেবিল চামচ আদা বাটা
  4. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  5. ২ টেবিল চামচ পোস্ত বাটা
  6. ২ টেবিল চামচ নারকেল বাটা
  7. ২ টেবিল চামচ জল ঝরানো টক দই
  8. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  9. ৬-৭ টা কাঁচা লঙ্কা বাটা
  10. প্রয়োজন অনুযায়ীগরমমশলা (৩ টেএলাচ, ২ টো লবঙ্গ,২ টুকরো দারুচিনি ফোরণের জন্য)
  11. ৩-৪টে তেজপাতা
  12. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. ১ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    আলু আকার অনুযায়ী দু টুকরো বা চার টুকরো করে নিতে হবে। নুন দিয়ে সেদ্ধ করে রাখুন।কড়াইয়ে সাদা তেল গরম করে আলু গুলো ভাল করে ভেজে তুলে নিন। লাল করবেন না। কারণ গ্রেভি টা সাদা হবে।

  2. 2

    ওই তেলে গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে আদা বাটা ও জিরেগুঁড়ো দিয়ে কষান। এরপর পোস্ত বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষান,এরপর নারকেল বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষান এরপর তেল বেরিয়ে আসলে ফাটানো দই দিয়ে কম আঁচে কষান, স্বাদ অনুযায়ী নুন চিনি দিন।

  3. 3

    এবার ভেজে রাখা আলু গুলো দিয়ে একটু জলের ছিটা দিয়ে আরও কিছুক্ষণ কষান,কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিন।কিছুক্ষণ ফুঁটিয়ে ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে গরম মসলার গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ফুলকো লুচির সাথে দারুন লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Majumder
Sunanda Majumder @cook_23481267

Similar Recipes