কাশ্মীরি আলু দম (Kashmiri Alu Dom recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#GA4
#Week1
কাশ্মীরি আলুর দম যেটা আমি বানিয়েছি বিনা পেঁয়াজ ও রসুন এর। কাশ্মীরি স্টাইলের রেসিপি তে মৌরি বেশীর ভাগ সময় ই ব্যাবহৃত হয়।

কাশ্মীরি আলু দম (Kashmiri Alu Dom recipe in Bengali)

#GA4
#Week1
কাশ্মীরি আলুর দম যেটা আমি বানিয়েছি বিনা পেঁয়াজ ও রসুন এর। কাশ্মীরি স্টাইলের রেসিপি তে মৌরি বেশীর ভাগ সময় ই ব্যাবহৃত হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-১৮ মিনিট
৪ জন
  1. ৫০০গ্রামআলু
  2. ১কাপটক দই
  3. ১/৪চা চামচআদা গুঁড়ো
  4. ১ টেবিল চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. ১/৮চা চামচহিং
  6. স্বাদমতোনুন
  7. ৩ টেবিল চামচসরষে তেল
  8. আলু দম এর মশলার জন্য লাগবে:-
  9. ১/২চা চামচমৌরি
  10. ১/২চা চামচগোটা জিরে
  11. ১চা চামচগোটা ধনে
  12. ১টুকরোজৈত্রী ছোটো
  13. ২টিলবঙ্গ
  14. ৬/৭টিগোলমরিচ দানা
  15. ১ টুকরো (১/২ ইঞ্চি)দারুচিনি
  16. ২টিছোটো এলাচ
  17. ১কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১৫-১৮ মিনিট
  1. 1

    মশলার উপকরন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কড়া তে তেল গরম করে একটু নুন দিয়ে আলু সিদ্ধ ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    সিদ্ধ আলু ভেজে তুলে রাখতে হবে। ১ টি পাত্রে দই এ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,আলু দম এর মশলার গুঁড়ো ও নুন ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    আলু সিদ্ধ ভেজে যে তেল বাকি ছিল কড়া তে সেই তেল হাল্কা গরম করে দই ও মশলার মিশ্রন যোগ করে নাড়তে হবে। মশলা ফুটে উঠলে আলু সিদ্ধ ভাজা মিশিয়ে ২ মিনিট মাঝারি আঁচে নাড়িয়ে আদা গুঁড়ো ও হিং মিশিয়ে জল দিয়ে ঢেকে মাঝারি আঁচে রাখতে হবে ৭/৮ মিনিট। আলু দম মাখা মাখা হলে গ্যাস বন্ধ করতে হবে। রুটি, পরোটা ও লুচির সঙ্গে খুব ভালো হয় খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes