শাহী আলুর দম (Sahi Alur dam recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#KRC1
পোলাও, লুচি, পরোটা, নানপুরি, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যায় এই আলুর দম। সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি।

শাহী আলুর দম (Sahi Alur dam recipe in bengali)

#KRC1
পোলাও, লুচি, পরোটা, নানপুরি, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যায় এই আলুর দম। সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জন
  1. ৪ টে বড়ো মাপের আলু
  2. ২ টো তেজপাতা
  3. ৩ টে এলাচ গুঁড়ো
  4. ৩ টে লবঙ্গ
  5. ১ /২ চা চামচ জায়ফল গুঁড়ো
  6. পরিমাণ মতো জয়িত্রি একটুখানি
  7. ১ টেবিল চামচ কাজু বাটা
  8. ১ টেবিল চামচ তিল বাটা
  9. ১ টেবিল চামচ কিসমিস বাটা
  10. ১ টেবিল চামচ ভাজা বাদাম বাটা
  11. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  12. ১ /২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা
  13. ১ /২ টেবিল চামচ গোল মরিচ গুঁড়ো
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ১ টেবিল চামচ টক দই
  16. ১ টেবিল চামচ ফ্রেস ক্রীম
  17. ১ টেবিল চামচ ঘি
  18. ১ /২ চা চামচ কাসুরি মেথি
  19. ১ ফোঁটা গোলাপ জল
  20. স্বাদ মতো নুন
  21. স্বাদ মতো চিনি
  22. পরিমাণ মতো সাদাতেল
  23. পরিমাণ মতো জল
  24. ১ টা বড়ো দারুচিনি

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে আলু গুলো ধুয়ে চার টুকরো করে কেটে নিতে হবে। এবার কড়াইতে একটু নুন ও পরিমাণ মতো জল দিয়ে ভাপিয়ে নেব (১০ মিনিট)

  2. 2

    এবার গোটা মশলা গুলো ভাল করে ধুয়ে মিক্সিতে বেটে নেব ।

  3. 3

    এরপর কড়াইতে সাদাতেল দিয়ে ভাপিয়ে নেওয়া আলু একটু ভেজে তুলে নেব (১০ মিনিট) ।

  4. 4

    এরপর কড়াইতে সাদাতেল ও ঘি দিয়ে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে একটু নেড়ে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে তাতে বাটা মশলা দিয়ে ভালো করে তেল না ছাড়া পর্যন্ত কষব।

  5. 5

    মশলা ভালোভাবে কষে গেলে তাতে নুন মেশানো টক দই ও চিনি দিয়ে আবারো একটু নেড়ে তাতে ভাজা আলু গুলো দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ফোটাবো ।

  6. 6

    ঝোল ভালো করে ফুটলেই তাতে জায়ফল গুঁড়ো, ঘি ও ফ্রেস ক্রীম দিয়ে মাখমাখ হলেই তৈরী শাহী আলুর দম।

  7. 7

    এবার নামিয়ে ওপর থেকে গরম করা কসুরি মেথি হাতে ডোলে দিয়ে একটু গোলাপ জল ছড়িয়ে আমি পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes