সয়া পোলাও (soya polao recipe in Bengali)

Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata

#GA4
#week8
হঠাৎ করে রাত্রিবেলা যদি টেস্টি কোন খাবার খেতে ইচ্ছে করে তাহলে চটজলদি বানিয়ে নিতে পারো এই রেসিপিটি।

সয়া পোলাও (soya polao recipe in Bengali)

#GA4
#week8
হঠাৎ করে রাত্রিবেলা যদি টেস্টি কোন খাবার খেতে ইচ্ছে করে তাহলে চটজলদি বানিয়ে নিতে পারো এই রেসিপিটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপবাসমতি চাল
  2. 1 টি বড়পেঁয়াজ কুচি
  3. 1 চা চামচআদা রসুন বাটা
  4. 1 টি মাঝারি মাপেরটমেটো কুচি
  5. 1/4 কাপপুদিনাপাতা কুচি
  6. 1/2 কাপধনেপাতা কুচি
  7. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কাগুঁড়ো
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচজিরে গুঁড়ো
  11. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  12. 2 টিছোট এলাচ
  13. 1 টুকরোদারুচিনি
  14. 2-3 টিলবঙ্গ
  15. 1 টিতেজপাতা
  16. স্বাদমতোনুন
  17. 1 চা চামচচিনি
  18. 1/4 কাপটক দই
  19. 1 কাপসোয়াবিন
  20. 3টেবিল চামচসাদা তেল
  21. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    একটি বাটিতে সয়াবিন নিয়ে তাতে গরম জল ঢেলে 15 মিনিট রেখে দিলে সোয়াবিন ফুলে উঠবে তারপর জল চিপে তুলে নিতে হবে। এবার ওই সয়াবিনে সামান্য নুন, সামান্য লঙ্কা গুঁড়ো ও টক দই দিয়ে ভাল করে ম্যারিনেট করে রাখতে হবে 15 মিনিট।

  3. 3

    এবার কড়াইতে তেল ও ঘি গরম করে তেজপাতা গোটা গরম মসলা দিয়ে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভাজতে হবে।

  4. 4

    এবার আদা-রসুন বাটা দিয়ে কাচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়তে হবে। হতে টমেটো কুচি দিয়ে কষাতে হবে।

  5. 5

    একে একে বাকি লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে ম্যারিনেট করা সয়াবিন ঢেলে দিতে হবে। সয়াবিন দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত।

  6. 6

    এবার ধনেপাতা কুচি ও পুদিনাপাতা কুচি মিশিয়ে জল ঝরানো চাল দিয়ে ভাজতে হবে 5 মিনিট ও চিনি মিশিয়ে দিতে হবে।

  7. 7

    ভালো করে মেশান হয়ে গেলে পরিমাণমতো জল দিয়ে ফুটে উঠলে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত।

  8. 8

    চাল সিদ্ধ হয়ে গেলে ও জল শুকিয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল সয়া পোলাও। গরম গরম পরিবেশন করতে হবে রায়তা বা ডিম কষা সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kuheli Basak
Kuheli Basak @cookwithkuheli
Kolkata
love to cook and learn different innovative recipes...
আরও পড়ুন

Similar Recipes