ভেজিটেবিল সোয়া পোলাও (vegetables soya pulao recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#PB
যদি কোনো বন্ধু হঠাৎই চলে আসে তাহলে
প্রিয় বন্ধুর জন্য এইরকম দারুণ স্বাদের ও খুব সহজেই পোলাও বানালে দারুণ জমে যাবে।

ভেজিটেবিল সোয়া পোলাও (vegetables soya pulao recipe in bengali)

#PB
যদি কোনো বন্ধু হঠাৎই চলে আসে তাহলে
প্রিয় বন্ধুর জন্য এইরকম দারুণ স্বাদের ও খুব সহজেই পোলাও বানালে দারুণ জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20-25 মিনিট
2-3 জন
  1. 300 গ্রামবাসমতী চাল
  2. 150 গ্রামসোয়াবিন সেদ্ধ
  3. 1 টাআলু ছোট কিউব করে কাটা
  4. 2 টোগাজর ছোট কিউব করে কাটা
  5. 1.5 টা ক্যাপ্সিকাম ছোট ছোট করে কাটা
  6. 1 টা বড় পেঁয়াজ স্লাইস
  7. 1" আদা গ্রেট করা
  8. 4-5 কোয়া রসুন কুচি
  9. 3-4 টেকাঁচা লঙ্কা কুচি
  10. 1 টাটমেটো কুচি
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. 1 চা চামচহলুদ গুঁড়ো
  13. 1 চা চামচজিরে গুঁড়ো
  14. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  15. 10-15 টাকাজুবাদাম
  16. 10-12 টাকিসমিস
  17. 1 চা চামচগরম মশলার গুঁড়ো
  18. 1 চা চামচঘি
  19. 2.5টেবিল চামচ সাদা তেল
  20. ফোঁড়নের জন্য লাগবে:-
  21. 1 চা চামচগোটা জিরে
  22. 2 টোতেজপাতা
  23. 2-3 টেছোট এলাচ
  24. 4-5 টালবঙ্গ
  25. 1" দারচিনি

রান্নার নির্দেশ সমূহ

20-25 মিনিট
  1. 1

    প্রথমে চাল ভাল করে ধুয়ে 30-35 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।
    সেদ্ধ সোয়াবিন কড়াই এ তেল গরম করে,অল্প নুন দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার প্রেসার কুকারে তেল গরম করে,ফোরণ দিয়ে একটু নেড়ে,পেঁয়াজ স্লাইস দিয়ে ভাজতে হবে।
    একটু সোনালী রঙ হলে,আদা রসুন,টমেটো ও কাঁচা লঙ্কা কুচি অল্প নুন দিয়ে ভাজতে হবে।
    আলু,গাজর, ক্যাপ্সিকাম ও কাজুবাদাম, কিসমিস দিয়ে ভাজতে হবে।

  3. 3

    হলুদ, জিরে,লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে,ভেজানো চাল,ভাজা সোয়াবিন, নুন ও চিনি দিয়ে 1মিনিট ভেজে নিতে হবে।
    এরপর আন্দাজ মত জল, ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভাল করে মিক্স করে কুকারের ঢাকনা লাগিয়ে একটা হুইসেল দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    যখন প্রেসার বের হয়ে যাবে,তখন ঢাকা খুলে,সার্ভিং প্লেটে ঢেলে,সুন্দর করে সাজিয়ে,গরম গরম পোলাও পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes