ভেটকি মাছের পাতুরি (vetki macher paturi recipe in bengali)

Sneha Chowdhury
Sneha Chowdhury @cook_26161782

ভেটকি মাছের পাতুরি (vetki macher paturi recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 টিভেটকির ফিলেট
  2. 4 ইঞ্চিলম্বা ও4ইঞ্চি লম্বাকলাপাতা টুকরো করে নিতে হবে।
  3. 1টেবিল চামচ পোস্ত বাটা
  4. 1টেবিল চামচ নারকেল বাটা
  5. 1টেবিল চামচ কালো সর্ষে, 1টেবিল চামচ সাদা সর্ষে,
  6. 4 টিকাঁচা লঙ্কা
  7. প্রয়োজন মতোজল ঝরানো টক দই
  8. স্বাদ অনুযায়ী নুন আরচিনি
  9. 1 চা চামচহলুদ
  10. প্রয়োজন অনুযায়ীসর্ষের তেল
  11. 1 টিপাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ভেটকির ফিলেট গুলো ধুয়ে নুন, লেবু মাখিয়ে বেশ কিছু খন রেখে দিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে পোস্ত বাটা, সর্ষে বাটা, লঙ্কা, নারকেল বাটা, দই, নুন, হলুদ,চিনি, সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার মাছের ফিলেট গুলো কে ভালো করে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কলা পাতা তে সর্ষে র তেল মাখিয়ে শেখে নিতে হবে।এবার কলা পাতাতে একটা মাছ দিয়ে মসলা দিয়ে ভালো করে সুতো বেঁধে দিতে হবে।

  5. 5

    এবার ভাজা র সময় কড়াই এ তেল গরম করে নিতে হবে।এবার মাঝারি আঁচে ভেজে নিতে হবে।পাতা গুলো যখন বাদামি হয়ে আসবে তখন মাছ গুলো সেদ্ধ হয়ে যাবে।এবার তুলে নিন ও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sneha Chowdhury
Sneha Chowdhury @cook_26161782

Similar Recipes