পনির কিমা বাটারফ্লাই (paneer keema butterfly recipe in Bengali)

Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া

পনির কিমা বাটারফ্লাই (paneer keema butterfly recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা
4জন
  1. 200 গ্রামপনির
  2. 3 চামচবাটার /মাখন
  3. 1 টাবড় পেঁয়াজ কুচি
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচরসুন বাটা
  6. 2টেবিল চামচ ধনেপাতা কুচি
  7. 1 টাকাঁচালঙ্কা কুচি
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচজিরে গুঁড়ো
  10. 1/2 চা চামচধনে গুঁড়ো
  11. 1/2 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. 1 চা চামচচাট মসলা
  14. 1/2 চা চামচকসুরি মেথি
  15. স্বাদমত নুন
  16. পরিমাণ মতো সাদা তেল
  17. প্রয়োজন অনুযায়ী স্যালাডের জন্য শসা,গাজর,বড় মোটা কাচা সবুজ মরিচ,গোলমরিচ
  18. পরিমান মতো টমেটো সস

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা
  1. 1

    প্রথমে কড়াইয়ে বাটার গরম করে পনির গুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে

  2. 2

    এরপর পনির গুলো মিক্সিতে দিয়ে কিমার মত করে নিতে হবে।তারপর কড়াইয়ে অল্প সাদা তেল ও বাটার দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে তা রপর আদা রসুন বাটা,জীরে ধনে গুড়ো,হলুদ গুড়ো,কাশ্মীরী লঙ্কা গুড়ো,লঙ্কা কুচি,পরিমান মত নুন ও গোলমরিচ গুড়ো,টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পনির কিমা গুলো দিয়ে আরো কিছুক্ষন নাড়াচাড়া করে ধনেপাতা কুচি,চাটমসলা ও কাসুরিমেথি দিয়ে আরো কিছুক্ষন নাড়াচাড়া করে নিলেই রেডি

  3. 3

    এরপর পনির কিমা ফ্রাই ঠান্ডা হলেই স্যালাড ও পনির কিমা ফ্রাই সহযোগে বাটার ফ্লাই গড়ে নিলেই রেডি পনির কিমা বাটারফ্লাই

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রেসিপি বানাতে ও শিখতে খুব ভালো লাগে ।
আরও পড়ুন

Similar Recipes