এগ চিকেন কারী(egg chicken curry recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#ebook2
পুজোর মতো বিশেষ কোনো দিনে এমন একটি পদ পেলে তো ছেলে-মেয়েরা আলহাদে আটখানা হয়ে পড়ে; কেননা একই সাথে তাদের পছন্দের চিকেন ও ডিম উভয়ই খাওয়া হয়ে যায় মনের আনন্দে।

এগ চিকেন কারী(egg chicken curry recipe in Bengali)

#ebook2
পুজোর মতো বিশেষ কোনো দিনে এমন একটি পদ পেলে তো ছেলে-মেয়েরা আলহাদে আটখানা হয়ে পড়ে; কেননা একই সাথে তাদের পছন্দের চিকেন ও ডিম উভয়ই খাওয়া হয়ে যায় মনের আনন্দে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৪জন
  1. ৫০০গ্রাম চিকেনের বড় টুকরো
  2. ৪টে সেদ্ধ ডিম
  3. ৪টে একই মাপের আলু
  4. ৫টি পেঁয়াজ কুচি
  5. ১টি মাঝারি রসুন
  6. ১.৫টেবিলচামচ আদা বাটা
  7. ১টি বড় টমেটো কুচি
  8. ১টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. ১টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. ১২টি কাঁচালঙ্কা
  11. ২টি শুকনোলঙ্কা
  12. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. ২টি তেজপাতা
  14. ২টি করে এলাচ-লবঙ্গ-দারচিনি(থেঁতো)
  15. ১/২চা চামচগরম মশলা বাটা
  16. স্বাদ অনুযায়ীনুন
  17. ১/২কাপ সাদা তেল রান্নার জন্য
  18. ১ চা চামচসর্ষের তেল
  19. প্রয়োজন অনুযায়ী গরম জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা হল।আলুও খোসা ছাড়িয়ে দু খন্ড করে রাখা হল ধুয়ে।আনুষঙ্গিক আর সকল উপাদান প্রস্তুত করে নেওয়া হল হাতের কাছে।জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, রসুন, কাঁচালঙ্কা, শুকনোলঙ্কা,টমেটো কুচি সবকে একসাথে ব্লেন্ড করে একটা স্মুদ পেস্ট তৈরি করে নেওয়া হল।এই মশলা, নুন-হলুদ ও এক ছিপি তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হল চিকেন এক ঘন্টার জন্য।

  2. 2

    গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হল তেল দিয়ে।গরম তেলে তেজপাতা দুটি ছিঁড়ে ও গোটা গরম মশলা থেঁতো করে ফোড়ন দেওয়া হল।গন্ধ বেরোলে দেওয়া হল পেঁয়াজ কুচি।ভেজে নিতে হবে একে লালচে না হওয়া পর্যন্ত।

  3. 3

    এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢিমে আঁচে পেঁয়াজের সাথে চিকেনকে একসাথে কষিয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না পেঁয়াজ গলে এর সাথে মিশে যায় ও তেল ছাড়তে শুরু করে।

  4. 4

    রান্না শুরুর দশ মিনিট পরেই আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব ঐ চিকেনের মধ্যে নাহলে আলু সেদ্ধ হবে না।ঢেকে ঢেকে কষিয়ে নেব পুরোটা।জল শুকিয়ে গেলে আবারও জল দিয়ে কষিয়ে নিতে হবে।দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা চিকেন ও আলু।তেল ছাড়তে শুরু করবে এই সময়।

  5. 5

    গ্যাসের পাওয়ার বাড়িয়ে দিয়ে দেব যেমন ঝোল রাখবো সেই অনুযায়ী গরম জল।আগে থেকে সামান্য নুন ও হলুদ মাখিয়ে ভেজে রাখা ডিমগুলোও ছেড়ে দেব চিকেনের ঝোলের মধ্যে।

  6. 6

    ফুটবে এবারে ঝোল কিছুক্ষণ।।ফুটন্ত ঝোলের মধ্যে সামান্য গরম মশলা বাটা দিয়ে একটু পরেই গ্যাস বন্ধ করে দিতে হবে।ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট।তারপর উপযুক্ত পাত্রে ঢেলে গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে দিতে হবে এই এগ-চিকেন কারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes