টমেটো কলির যুগলবন্দী(Tomato Kolir Jugalbondi recipe in Bengali)

Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

টমেটো কলির যুগলবন্দী(Tomato Kolir Jugalbondi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 4-5 টিপেঁয়াজকলি
  2. 1 টি বড় পেঁয়াজ কুচি
  3. 1 টিটমেটো কুচি
  4. 1 চা চামচজোয়ান
  5. 1/2টেবিল চামচ মৌরি
  6. 2 কাপআটা
  7. 4-5টেবিল চামচ ছাতু
  8. 1/2 কাপব্যাসন
  9. 1 চা চামচকরে হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,ধনেগুঁড়ো
  10. 1/2 চা চামচজিরে শুকনোলঙ্কা শুকনো করে ভেজে গুঁড়ো
  11. 1টেবিল চামচ কসুরি মেথি
  12. স্বাদমতো নুন,চিনি ও
  13. প্রয়োজন মতসাদা তেল
  14. 1 চিমটিহিং
  15. 1 ইঞ্চিআদা কুচি
  16. 5-6 কোয়ারসুন কুচি
  17. 7-8 টিকাঁচালঙ্কা কুচি
  18. 1 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আটা,ছাতু,অল্প নুন ও কিছুটা সাদাতেল দিয়ে ভালো করে লুচির মতো শক্ত করে মেখে লেচি কেটে 10মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  2. 2

    এবারে কড়াইতে 2টেবিল চামচ তেল গরম করে তাতে হিং দিয়ে একটু ভেজে তাতে জোয়ান ও মৌরি দিতে হবে

  3. 3

    একটু ভাজা হলে তাতে আদা ও রসুন কুচি দিয়ে কম আঁচে আরো 2মিনিট ভেজে তাতে পেঁয়াজকুচি দিয়ে ভাজতে হবে

  4. 4

    যখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে টমেটো ও লঙ্কাকুচি দিয়ে ওপর থেকে পরিমাণমতো নুন দিয়ে মিশিয়ে নিতে হবে

  5. 5

    যখন টমেটো গলে যাবে তখন তাতে সব গুঁড়ো মসলা,চিনি ও কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  6. 6

    যখন মসলার কাঁচা গন্ধ চলে যাবে তখন তাতে ব্যাসনটা দিয়ে মিশিয়ে কিছুক্ষন কম আঁচে ভাজতে হবে

  7. 7

    যখন ব্যাসনের কাঁচা গন্ধ চলে যাবে তখন সেটা নামিয়ে ঠান্ডা করে আটার লেচি গুলো বাটির মতো করে তাতে পুর ভরে মুখটা বন্ধ করে নিতে হবে

  8. 8

    এইভাবে পুর ভরা লেচি একটু গুঁড়ো আটা দিয়ে রুটির মতো কিন্তু একটু মোটা করে বেলে ফ্রাইপ্যানে দুপিঠ সেঁকে অল্প তেল দিয়ে ভেজে তুলতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samjukta Chowdhury
Samjukta Chowdhury @cook_27149321

Similar Recipes