রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট।
৪ জনার জন্য।
  1. ১৫০ গ্রাম চিনা বাদাম
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ১ টা টমেটো কুচি
  4. ১ বাটি শসা কুচি
  5. ১ বাটি গাজর কুচি
  6. ৫ টা কাঁচা লঙ্কা কুচি
  7. ১/২ বাটি ধনেপাতা কুচি
  8. ১ চা চামচ বিট লবণ
  9. ১/৩ চা চামচ লঙ্কা গুঁড়ো
  10. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ১/২ চা চামচ চাট মশলা
  12. ২-৩ চা চামচ টক দই

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট।
  1. 1

    প্রথমে চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে বাদাম গুলো কে শুকনো করাই তে ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    তারপর একটি মিক্সিং বোলে বাদাম গুলো নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে কুচানো পিঁয়াজ, টমেটো, শসা, গাজর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে বিট লবণ ও সমস্ত মশলা গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে পিনাট চাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

Similar Recipes