ডিম ফুলেশ্বরী (dim phuleswari recipe in bengali)

Soma Dutta
Soma Dutta @cook_27521851

#worldeggchallenge
ডিম ফুলেশ্বরী একটি সুস্বাদু। ডিম ও ফুলকপির মধ্যে মেলবন্ধন ঘটিয়ে এই পদটি রান্না করেছি।

ডিম ফুলেশ্বরী (dim phuleswari recipe in bengali)

#worldeggchallenge
ডিম ফুলেশ্বরী একটি সুস্বাদু। ডিম ও ফুলকপির মধ্যে মেলবন্ধন ঘটিয়ে এই পদটি রান্না করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1 টাছোটো ফুলকপি
  2. 4 টেছোটো আলু
  3. 3 টেডিম
  4. 1 টামাঝারি সাইজের পেঁয়াজ (কুচি করে কাটা)
  5. 1 টাছোটো টমেটো (কুচি করে কাটা)
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 চা চামচরসুন বাটা
  8. 2 চা চামচজিরা গুঁড়ো
  9. 1 চা চামচধনে গুঁড়ো
  10. 1 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  11. 2 টোগোটা কাঁচা লঙ্কা
  12. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  13. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  14. 1/2 চামচচিনি
  15. স্বাদমতোলবণ
  16. 6টেবিল চামচ সরষের তেল
  17. পরিমাণ মতোধনেপাতা
  18. 1 গ্লাসজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে তারপর কড়াই এ সরষের তেল দিয়ে ডিমগুলো হলুদ ও নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।

  2. 2

    আলু ও ফুলকপি ডুমো ডুমো আকারে কেটে নিয়ে, কড়াই এ তেল দিয়ে লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর হালকা ভাজা হয়ে গেলে তারমধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ও চিনি দিতে হবে।

  4. 4

    আলু ও ফুলকপির সঙ্গে গরম মশলা গুঁড়ো ও চিনি ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ ও টমেটো দিয়ে লবণ, হলুদ দিতে হবে।

  5. 5

    এরপর ভালো করে নেড়ে নিয়ে তারমধ্যে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিতে হবে।

  6. 6

    আলু ও ফুল ফুলকপির সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারমধ্যে জল দিয়ে ডিমগুলো দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    15 মিনিট পর ঢাকনা খুলে আলু ও ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে। তারপর গ্যাস বন্ধ করে দিতে হবে। ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম ডিম ফুলেশ্বরী ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Dutta
Soma Dutta @cook_27521851

Similar Recipes